Home বাংলাদেশ ঢামেকে ভুয়া চিকিৎসক সেজে প্রতারণা, দুই যুবক আটক

ঢামেকে ভুয়া চিকিৎসক সেজে প্রতারণা, দুই যুবক আটক

0

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসকের ছদ্মবেশে প্রতারণার অভিযোগে দুই যুবককে আটক করেছে পুলিশ। বুধবার (৩০ জুলাই) মধ্যরাতে ঢামেকের ২ নম্বর ভবনের নিচতলা থেকে তাদের আটক করেন দায়িত্বপ্রাপ্ত আনসার সদস্যরা।

আটক দুই যুবক হলেন—সজিব দাস পার্থ (২১) ও মানিক মিয়া (২২)। সজিব মৌলভীবাজার জেলার রাজনগরের বাসিন্দা এবং মানিক মিয়ার বাড়ি চট্টগ্রামের রাঙ্গুনিয়ায়।

হাসপাতাল সূত্রে জানা যায়, ঘটনার সময় সজিব চিকিৎসকের অ্যাপ্রোন পরে এক নারী রোগী কুলসুম বেগমকে (৫৪) জোরপূর্বক হাঁটাতে গেলে তিনি হঠাৎ পড়ে যান। এতে সজিব ও তার সহযোগী মানিক দ্রুত ঘটনাস্থল ত্যাগের চেষ্টা করেন। বিষয়টি লক্ষ্য করে আনসার সদস্যরা তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা নিজেদের চিকিৎসক বলে দাবি করলেও কোনো প্রকার পরিচয়পত্র বা প্রমাণপত্র দেখাতে পারেননি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক হোসেন জানান, “আটকদের মধ্যে একজন নিজেকে চিকিৎসক দাবি করলেও তার কোনো বৈধ কাগজপত্র ছিল না। বিষয়টি যাচাই-বাছাই শেষে তাদের শাহবাগ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।”

পরবর্তীতে সজিবের পরিবারের সঙ্গে যোগাযোগ করলে তারা জানান, সে পাবনা মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী হলেও মানসিকভাবে ভারসাম্যহীন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, এমন ঘটনায় রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ ধরনের প্রতারণা রোধে হাসপাতাল প্রাঙ্গণে নজরদারি আরও বাড়ানো হবে।

NO COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Exit mobile version