ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মেঘনা নদী থেকে ড্রেজার দিয়ে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। যৌথ বাহিনীর সহযোগিতায় পরিচালিত এ অভিযানে শিপন নামে এক ব্যক্তিকে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে উপজেলার চর মরিচাকান্দি সংলগ্ন মেঘনা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় একটি ড্রেজার জব্দ করা হলেও জরিমানা আদায় সম্পন্ন হওয়ায় পরে মুচলেকার মাধ্যমে ড্রেজারটি ছেড়ে দেওয়া হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, একই স্থানে এর আগেও অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছিল। গত ২১ জানুয়ারি যৌথ বাহিনীর সহযোগিতায় পরিচালিত অভিযানে একজনকে গ্রেপ্তারসহ ৮ লাখ টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট রবিউল হাসান ভূঁইয়া জানান, ড্রেজারের মালিক শিপন মিয়া তাৎক্ষণিকভাবে ৫ লাখ টাকা জরিমানা প্রদান করায় তাকেসহ তার ড্রেজার ছেড়ে দেওয়া হয়। অভিযানের সময় যৌথ বাহিনীর সেনা, পুলিশ ও নৌ পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য ড্রেজার ও সংশ্লিষ্ট মালিকরা দ্রুত স্থান ত্যাগ করে পালিয়ে যায়।
বাঞ্ছারামপুর উপজেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রবিউল হাসান ভূঁইয়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
সিএ/এএ


