ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর জেলার ছয়টি সংসদীয় আসনে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালন করবে ৩৭ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করতেই এই মোতায়েন কার্যক্রম।
বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে দিনাজপুরে বিজিবি মোতায়েন ও বেস ক্যাম্প স্থাপন সংক্রান্ত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান দিনাজপুর-৪২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আব্দুল্লাহ আল মুহিত।
তিনি বলেন, বিজিবি একটি পেশাদার, শৃঙ্খলাবদ্ধ ও নিরপেক্ষ বাহিনী হিসেবে নির্বাচনকালীন সময়ে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা, আইন-শৃঙ্খলা রক্ষা এবং ভোটারদের ভোটাধিকার সুরক্ষায় সর্বোচ্চ দায়িত্বশীলতার সঙ্গে কাজ করবে। সরকার ও নির্বাচন কমিশনের সব নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করা হবে এবং সব প্রার্থী ও রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করতে বিজিবি সহায়ক ভূমিকা পালন করবে।
লে. কর্নেল আব্দুল্লাহ আল মুহিত আরও জানান, ভোটাররা যেন ভয়মুক্ত পরিবেশে ভোট দিতে পারেন, সে লক্ষ্যে অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করবে বিজিবি। পাশাপাশি নির্বাচনকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় চোরাচালান, অবৈধ অনুপ্রবেশ, মাদক ও অস্ত্র পাচার রোধে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।
তিনি জানান, নির্বাচন উপলক্ষে দিনাজপুর-৪২ বিজিবির আওতাধীন সীমান্ত এলাকায় ১০টি স্থায়ী ও অস্থায়ী চেকপোস্টে নিয়মিত তল্লাশি কার্যক্রম চলছে। গত দুই মাসে এসব অভিযানে প্রায় ১৭ লাখ ৫৭ হাজার টাকা মূল্যের চোরাচালানি পণ্য ও মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে এবং ৫৬ জনকে আটক করা হয়েছে।
বিজিবি অধিনায়ক জানান, আগামী শনিবার (১ ফেব্রুয়ারি) থেকে বাহিনীটি পূর্ণমাত্রায় নির্বাচনী দায়িত্বে নিয়োজিত থাকবে। দিনাজপুর জেলার ছয়টি আসনের মোট ৮৪৪টি ভোটকেন্দ্রের রেকি সম্পন্ন হয়েছে। একই সঙ্গে জেলার বিভিন্ন উপজেলায় ১৩টি বেস ক্যাম্প স্থাপন করা হচ্ছে। এর অংশ হিসেবে দিনাজপুর শহরের কেবিএম কলেজিয়েট হাই স্কুলে একটি বেস ক্যাম্প স্থাপনের কাজ চলমান রয়েছে।
সিএ/এএ


