নিম পাতার ঔষধি গুণ বহুদিন ধরেই পরিচিত। ত্বকের সৌন্দর্য ও সুস্থতা রক্ষায় এই পাতার ব্যবহার ব্যাপকভাবে জনপ্রিয়। নিয়মিত নিম পাতা ব্যবহার করলে ত্বকের বিভিন্ন সমস্যা দূর করা সম্ভব বলে বিশেষজ্ঞরা মনে করছেন।
ব্রণ ও দাগছোপ দূর করতে নিমপাতার পেস্ট কার্যকর ভূমিকা রাখে। এতে থাকা অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান জীবাণু ধ্বংস করে এবং প্রদাহ কমাতে সাহায্য করে। ফলে মুখের উজ্জ্বলতা বজায় থাকে।
নিম পাতা মুখের অতিরিক্ত তৈলাক্ত ভাব নিয়ন্ত্রণে সহায়ক। সব ধরনের ত্বকে এটি ব্যবহার করা যায়। যারা দীর্ঘদিন ত্বকের নানা সমস্যায় ভুগছেন, তাদের জন্য নিম পাতা নিয়মিত ব্যবহার উপকারী হতে পারে।
পিগমেন্টেশন বা কালচে দাগ কমাতে নিম পাতা সহায়তা করে। নিয়মিত ফেসপ্যাক হিসেবে ব্যবহার করলে ত্বকের প্রাকৃতিক স্কিন টোন বজায় থাকে। নিমের শীতল প্রভাব ত্বকের চুলকানি ও অ্যালার্জি কমাতে সাহায্য করে।
এ ছাড়া নিম পাতায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান ত্বকের বার্ধক্যজনিত বলিরেখা কমাতে সহায়তা করে। ফলে ত্বক দীর্ঘদিন সতেজ ও প্রাণবন্ত থাকে।
সিএ/এমআর


