অনেকেই মনে করেন কিছু বিশেষ খাবার খেলে মেদ ঝরে যাবে। বাস্তবে, শরীরে জমা অতিরিক্ত চর্বি কমানোর একমাত্র উপায় হলো দৈনন্দিন প্রয়োজনে কম ক্যালরি খাওয়া। নিয়মিত এই পদ্ধতি অনুসরণ করলে শরীর ধীরে ধীরে ফিট হয়।
গ্রিন টি: অ্যান্টি-অক্সিড্যান্ট ও ক্যাফেইন রয়েছে, যা শরীরকে ডিটক্স করতে সাহায্য করে এবং বিপাক বাড়ায়। কিন্তু এক কাপ গ্রিন টি একা ওজন কমাতে যথেষ্ট নয়।
মধু ও লেবুর পানি: ভিটামিন সি সরবরাহ করে এবং শরীর আর্দ্র রাখে। তবে বেশি চিনি থাকলে রক্তে শর্করা বাড়তে পারে, তাই ওজন কমানোর জন্য পর্যাপ্ত নয়।
ওটস: ফাইবারে সমৃদ্ধ, যা পেট ভরা রাখে এবং অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমায়। তবে বাজার চলতি স্বাদের ওটস বা মুজলি চিনি ও অস্বাস্থ্যকর চর্বি থাকতে পারে।
সিএ/এমআর


