নিরাপত্তা শঙ্কায় ভারতের মাটিতে গিয়ে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানিয়েছে বাংলাদেশ।
বিষয়টি নিয়ে সম্প্রতি বোর্ড মিটিংয়ে ভোটাভুটির মাধ্যমে আইসিসি সিদ্ধান্ত নিয়েছে, বিশ্বকাপ খেলতে হলে বাংলাদেশকে ভারতে যেতে হবে; না হলে বিকল্প হিসেবে অন্য কোনো দলকে অন্তর্ভুক্ত করা হবে। বিসিবির অবস্থানের কারণে আইসিসি বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করেছে।
এ পরিস্থিতিতে পাকিস্তানও বাংলাদেশের পাশে দাঁড়িয়ে বিশ্বকাপ বয়কট করতে পারে বলে দেশটির সংবাদমাধ্যমে খবর প্রকাশিত হয়। তবে নতুন তথ্য অনুযায়ী, আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে সামনে রেখে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) চারটি বিকল্প কৌশল প্রস্তুত করেছে।
জিও নিউজের বরাত দিয়ে জানা গেছে, পিসিবি বিভিন্ন বিকল্প বিবেচনা করছে, যার মধ্যে শ্রীলঙ্কার কলম্বোয় ভারতের বিপক্ষে ম্যাচে অংশগ্রহণ না করার সম্ভাবনাও রয়েছে। যদি পাকিস্তান এই ম্যাচে অংশ না নেয়, তবে কেবল দুই পয়েন্ট কাটা যাবে, কিন্তু এটি আইসিসির জন্য উল্লেখযোগ্য আর্থিক ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে। পাকিস্তান এই পরিস্থিতিতে কৌশলগত বিকল্পগুলো নিয়েই চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারে।
সিএ/এসএ


