ফিলিপিন্সের দক্ষিণাঞ্চলীয় বাসিলান প্রদেশে সাড়ে তিন শতাধিক যাত্রী বহনকারী একটি ফেরি ডুবে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও বহু যাত্রী। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে দেশটির কোস্ট গার্ড।
সোমবার (২৬ জানুয়ারি) ভোরে ‘এমভি ত্রিশা কেরস্টিন ৩’ নামের ফেরিটি জাম্বোয়াঙ্গা বন্দর থেকে যাত্রা করে জোলো দ্বীপের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বাসিলান দ্বীপের কাছাকাছি এলাকায় ফেরিটি দুর্ঘটনার কবলে পড়ে ডুবে যায়। ফিলিপাইনের কোস্ট গার্ড জানায়, ফেরিটিতে মোট ৩৩২ জন যাত্রী এবং ২৭ জন ক্রু সদস্য ছিলেন।
দক্ষিণ মিন্দানাও জেলার কোস্ট গার্ড কমান্ডার রোমেল ডুয়া জানান, এ পর্যন্ত ২১৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং সাতজনের মরদেহ পাওয়া গেছে। এখনও অন্তত ১৪৪ জন নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে সমুদ্র ও আকাশপথে ব্যাপক উদ্ধার অভিযান চালানো হচ্ছে।
বাসিলান প্রদেশের এক টাউন মেয়র সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, ফেরি ডুবির ঘটনায় হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে। তিনি উদ্ধারকাজের একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে যাত্রীদের উদ্ধারের পাশাপাশি মৃতদেহ জাহাজে তোলার দৃশ্য দেখা যায়।
এদিকে বাসিলান জরুরি পরিষেবা সংস্থার এক কর্মকর্তা জানান, উদ্ধার হওয়া অন্তত ১৮ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনার কারণ এখনো নিশ্চিত নয়। তবে কর্তৃপক্ষ জানিয়েছে, কীভাবে এবং কোন পরিস্থিতিতে ফেরিটি ডুবে গেল, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।
উল্লেখ্য, ফিলিপিন্সে নৌযান দুর্ঘটনা নতুন নয়। এর আগে দেশটির দক্ষিণাঞ্চলীয় জলসীমায় একাধিক বড় নৌদুর্ঘটনায় প্রাণহানির ঘটনা ঘটেছে।
সূত্র: আল জাজিরা, এএফপি
সিএ/এসএ


