স্মৃতি ধরে রাখতে ক্যামেরার জুড়ি নেই। আনন্দ, ভ্রমণ কিংবা অ্যাডভেঞ্চারের মুহূর্তগুলো ধারণ করতে এখন অনেকেই মোবাইল ক্যামেরার ওপর নির্ভর করেন। তবে সব পরিস্থিতিতে মোবাইল ব্যবহার করা সম্ভব হয় না। যেমন বাইক রাইডিং বা সাইকেল চালানোর সময় দুই হাত ব্যস্ত থাকায় ভিডিও ধারণ করা কঠিন হয়ে পড়ে। এই জায়গাতেই কার্যকর সমাধান হতে পারে অ্যাকশন ক্যামেরা। ছোট আকৃতির এই ক্যামেরা হেলমেট, বুক স্ট্র্যাপ বা বাইকের হ্যান্ডেলে লাগিয়ে সহজেই ভিডিও ধারণ করা যায়।
বর্তমানে বাজারে তুলনামূলক কম দামে ভালো মানের অ্যাকশন ক্যামেরা পাওয়া যাচ্ছে। বাংলাদেশের বাজারে জনপ্রিয় দুটি মডেল হলো শাওমি ওয়াইআই অ্যাকশন ক্যামেরা এবং রিমেক্স এসডি-০২।
শাওমি ওয়াইআই অ্যাকশন ক্যামেরার ওজন প্রায় ৭৭ গ্রাম। এতে ব্যবহার করা হয়েছে সনির ১৬ মেগাপিক্সেল ইমেজ সেন্সর এবং ১৫৫ ডিগ্রি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল গ্লাস লেন্স। আলাদা ওয়াটারপ্রুফ কভার ব্যবহার করলে পানির নিচেও ভিডিও ধারণ করা সম্ভব। ১০১০ এমএএইচ ব্যাটারিতে একটানা প্রায় ৯০ মিনিট হাই-ডেফিনেশন ভিডিও রেকর্ড করা যায়। ক্যামেরাটিতে ডিসপ্লে না থাকায় মোবাইল অ্যাপের মাধ্যমে সেটিং নিয়ন্ত্রণ করতে হয়। সর্বোচ্চ ৬৪ জিবি মাইক্রো এসডি কার্ড সাপোর্ট করে। বাজারে এর দাম সাধারণত ছয় থেকে সাত হাজার টাকার মধ্যে।
রিমেক্স এসডি-০২ ক্যামেরাটির ওজন মাত্র ৪৫ গ্রাম। এটি ফোরকে রেজুলেশনে ভিডিও ধারণ করতে সক্ষম। এতে রয়েছে ১৫৫ ডিগ্রি ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং পেছনে ২ ইঞ্চির ডিসপ্লে, যেখানে রেকর্ড করা ভিডিও দেখা যায়। ১০৫০ এমএএইচ ব্যাটারি দিয়ে প্রায় ৮০ মিনিট ভিডিও রেকর্ড করা সম্ভব। বক্সের ভেতরেই ওয়াটারপ্রুফ কভারসহ প্রয়োজনীয় অ্যাকসেসরিজ পাওয়া যায়। এই ক্যামেরাটির দামও ছয় থেকে সাত হাজার টাকার মধ্যে।
একই বাজেটে দুটি ক্যামেরাই অ্যাডভেঞ্চারপ্রেমীদের জন্য কার্যকর সমাধান দিতে পারে।
সিএ/এমআর


