ডা. গৌরব গার্গ জানিয়েছেন, প্রতিদিন ৫০–১০০টি চুল পড়া স্বাভাবিক। মাথার ত্বকও নিয়মিত পুরোনো চুল ফেলছে এবং নতুন চুল গজাচ্ছে। তবে হঠাৎ বা অস্বাভাবিকভাবে চুল পড়া হলে তা অবহেলা করা ঠিক নয়। বিশেষ করে যেসব ক্ষেত্রে চুল পড়া সঙ্গে ব্যথা, লালচে ভাব বা টাক দাগ দেখা দেয়, সেখানে দ্রুত ডার্মাটোলজিস্টের পরামর্শ নেওয়া উচিত।
হঠাৎ চুল পড়া বা টেলোজেন এফ্লুভিয়াম সাধারণত জ্বর, সন্তান জন্ম, দ্রুত ওজন কমানো বা মানসিক চাপের কারণে ঘটে। প্রায় ৯০ দিন পর চুল পড়া চোখে পড়ে, কিন্তু এটি স্থায়ী নয়; স্ট্রেস কমলে চুল আবার গজাতে শুরু করে।
গুরুত্বপূর্ণ সতর্কতাসূচক লক্ষণসমূহ:
- গোল টাক দাগ দেখা দিলে (অ্যালোপেসিয়া এরিয়াটা সম্ভাব্য)
- সামনের দিক বা সিঁথি চওড়া হয়ে যাওয়া
- চুল পড়ার সঙ্গে ব্যথা, লালচে ভাব বা জ্বালা
ডা. গার্গ বলেন, নিয়মিত কিছু চুল পড়া স্বাভাবিক হলেও অস্বাভাবিকভাবে চুল পড়া বা টাক দাগ দেখা দিলে বিশেষজ্ঞের শরণাপন্ন হওয়া জরুরি।
সিএ/এমআর


