Monday, January 12, 2026
19.1 C
Dhaka

৯২ বছরের ইতিহাসে এফএ কাপে সর্বোচ্চ গোলে জয় ম্যানচেস্টার সিটির

এফএ কাপের ইতিহাসে ৯২ বছর পর আবারও সর্বোচ্চ গোলের ব্যবধানে জয় পেল ম্যানচেস্টার সিটি।

ইংলিশ ফুটবলের ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতায় পেপ গার্দিওলার দল তৃতীয় বিভাগের ক্লাব এক্সেটার সিটিকে ১০-১ গোলে উড়িয়ে দিয়ে নতুন এক ইতিহাস গড়েছে। সিটির আক্রমণভাগের তোপে পুরো ম্যাচজুড়েই একপ্রকার অসহায় ছিল এক্সেটার।

শনিবার (১১ জানুয়ারি) রাতে এফএ কাপের তৃতীয় রাউন্ডের এই ম্যাচে শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ম্যানচেস্টার সিটি। প্রথমার্ধেই প্রতিপক্ষের জালে একের পর এক বল পাঠিয়ে ম্যাচ কার্যত একপেশে করে তোলে তারা। শেষ পর্যন্ত ১০-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা।

এই জয় এফএ কাপে ম্যানচেস্টার সিটির ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ গোলের ব্যবধানে জয়। একই সঙ্গে এটি পেপ গার্দিওলার কোচিং ক্যারিয়ারের প্রথম ম্যাচ, যেখানে তার দল কোনো প্রতিযোগিতামূলক ম্যাচে ১০ বা তার বেশি গোল করেছে। তবে ঐতিহাসিক এই ম্যাচে ডাগআউটে উপস্থিত ছিলেন না গার্দিওলা। ব্রাইটনের বিপক্ষে ম্যাচে টাচলাইনে অসংযত আচরণের কারণে হলুদ কার্ড দেখায় এক ম্যাচের নিষেধাজ্ঞায় ভুগতে হয় তাকে। ফলে এক্সেটারের বিপক্ষে ম্যাচটি তিনি গ্যালারি থেকেই উপভোগ করেন।

এই ম্যাচে আরও একটি বিরল কীর্তি গড়েছে ম্যানচেস্টার সিটি। ১৯৮৬ সালের পর এই প্রথম কোনো ইংলিশ শীর্ষ লিগের দল সব প্রতিযোগিতা মিলিয়ে এক ম্যাচে ১০ বা তার বেশি গোল করল। সর্বশেষ এমন কীর্তি গড়েছিল লিভারপুল, যারা ১৯৮৬ সালে লিগ কাপে ফুলহ্যামকে ১০-০ গোলে হারিয়েছিল। এফএ কাপে এর আগে ১৯৬০ সালে টটেনহ্যাম হটস্পার ক্রুকে ১৩-২ গোলে হারিয়েছিল।

এক্সেটারের শেষ মুহূর্তের সান্ত্বনাসূচক গোলের কারণে সিটি নিজেদের এফএ কাপে সর্বোচ্চ ৯ গোলের ব্যবধানের রেকর্ড ভাঙতে পারেনি। তবে ১৯৩২-৩৩ মৌসুমের পর এই প্রথম তারা আবার ৯ গোলের ব্যবধানে জয়ের কাছাকাছি পৌঁছাল। ওই মৌসুমে তৃতীয় রাউন্ড রিপ্লেতে গেটসহেডকে ৯-০ গোলে হারিয়েছিল সিটি।

এই ম্যাচের মাধ্যমে টানা ১১ মৌসুম ধরে এফএ কাপের তৃতীয় রাউন্ডে তিন বা তার বেশি গোলের ব্যবধানে জয়ের রেকর্ডও ধরে রাখল ম্যানচেস্টার সিটি। ২০১৪-১৫ মৌসুমের পর থেকে তারা কখনোই এই রাউন্ডে তিন গোলের কম ব্যবধানে জয় পায়নি।

ব্যক্তিগত অর্জনের দিক থেকেও ম্যাচটি স্মরণীয় হয়ে থাকবে কয়েকজন সিটি খেলোয়াড়ের জন্য। অভিষেক ম্যাচেই গোল করে নজর কেড়েছেন অ্যান্তোইন সেমেনিও। তার ব্লক হওয়া শট থেকেই গোল করেন রদ্রি। চলতি মৌসুমে তিনটি আলাদা ম্যাচে গোল ও অ্যাসিস্ট দুটোই করার কীর্তি গড়েছেন সেমেনিও, যা প্রিমিয়ার লিগের খেলোয়াড়দের মধ্যে সর্বোচ্চ।

প্রথমার্ধেই এক্সেটারের দুটি আত্মঘাতী গোল পায় ম্যানচেস্টার সিটি। রায়ান ম্যাকঅ্যাডু ও ম্যাক্স অ্যালেইনের গোলে চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে সিটির হয়ে গোলদাতার সংখ্যা দাঁড়াল ১৮ জনে। তবে এত বড় জয়ের ম্যাচেও গোলের দেখা পাননি দলের প্রধান তারকা আর্লিং হলান্ড।

সিএ/এসএ

spot_img

আরও পড়ুন

গরম পানিতে অজু করলে কি সওয়াব কমে যায়? ইসলামের দৃষ্টিভঙ্গি

শীতের সকাল কিংবা অসুস্থতার সময়ে অনেকের মনে প্রশ্ন জাগে—গরম...

যুক্তরাজ্যে জাঙ্ক ফুডের বিজ্ঞাপন প্রচারে বিধিনিষেধ আরোপ

শিশুদের স্থূলতা ও স্বাস্থ্যঝুঁকি কমাতে টেলিভিশন ও অনলাইনে জাঙ্ক...

এআই: মানব মস্তিষ্কের প্রতিদ্বন্দ্বী নাকি সহায়ক?

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মানবসভ্যতার অগ্রগতিতে যুক্ত...

হজ ফ্লাইট নিয়ে ধর্ম মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা

চলতি বছরের হজ কার্যক্রম নির্বিঘ্ন ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে...

তুর্কি উসমানি সুলতানদের ঐতিহ্যের নিদর্শন তোপকাপি প্রাসাদ

তুরস্কের উসমানি সুলতানরা একসময় মক্কা, মদিনা, বাগদাদ ও জেরুজালেমসহ...

ভয়েস ক্লোনিং প্রতারণা থেকে বাঁচতে যা জানা জরুরি

এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এখন প্রায় সব ক্ষেত্রেই...

সম্পর্ক উন্নয়নের জন্য ভদ্রতার ৮ কার্যকর কৌশল

আজকের তাড়াহুড়োপূর্ণ জীবনযাত্রায় ভদ্র, সহানুভূতিশীল এবং প্রিয় ব্যক্তি হিসেবে...

ত্বকের ক্ষতি রোধে এড়িয়ে চলুন এই পাঁচটি জিনিস

মুখের ত্বকের যত্নের জন্য আমরা নানা ধরনের উপকরণ ব্যবহার...

শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ নিষিদ্ধ

শিক্ষাপ্রতিষ্ঠানকে নির্বাচনী বা যে কোনো ধরনের সভা, সমাবেশ ও...

ভোর, দুপুর, সন্ধ্যা: শীতে কবে ব্যায়াম করা নিরাপদ

শীতকাল শরীরচর্চার জন্য এক আদর্শ সময় হলেও, এ সময়ে...

মানুষ কেন আকাশের দিকে তাকিয়ে প্রার্থনা করে

প্রকৃতির নির্জন নিস্তব্ধতায়, রাতের আকাশে অগণিত নক্ষত্র মিটমিট করে...

ইসলামে অধিকারবোধ: আল্লাহর হক বনাম বান্দার হক

ইসলাম মানুষের জীবনকে দুটি গুরুত্বপূর্ণ অধিকারের ওপর প্রতিষ্ঠিত করেছে—আল্লাহর...

আজানের জবাব দেয়ার নিয়ম ও ফজিলত

আজান একটি আরবি শব্দ। এর অর্থ ডাকা বা আহ্বান...

নীরব ইবাদতেই লুকিয়ে আছে বড় প্রতিদান

অনেকের ধারণায় ইবাদত বলতে মূলত চোখে দেখা যায়—এমন আমলকেই...
spot_img

আরও পড়ুন

গরম পানিতে অজু করলে কি সওয়াব কমে যায়? ইসলামের দৃষ্টিভঙ্গি

শীতের সকাল কিংবা অসুস্থতার সময়ে অনেকের মনে প্রশ্ন জাগে—গরম পানি দিয়ে অজু করলে কি সওয়াব কমে যায়? আমাদের সমাজে দীর্ঘদিন ধরে একটি ধারণা প্রচলিত...

যুক্তরাজ্যে জাঙ্ক ফুডের বিজ্ঞাপন প্রচারে বিধিনিষেধ আরোপ

শিশুদের স্থূলতা ও স্বাস্থ্যঝুঁকি কমাতে টেলিভিশন ও অনলাইনে জাঙ্ক ফুডের বিজ্ঞাপন প্রচারে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে যুক্তরাজ্য। নতুন নিয়ম অনুযায়ী, অতিরিক্ত চর্বি, চিনি ও...

এআই: মানব মস্তিষ্কের প্রতিদ্বন্দ্বী নাকি সহায়ক?

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মানবসভ্যতার অগ্রগতিতে যুক্ত হওয়া সর্বশেষ ও সবচেয়ে আলোচিত প্রযুক্তি। আজকের এআই শুধু হিসাব-নিকাশেই সীমাবদ্ধ নয়— এটি মানুষের মতো...

হজ ফ্লাইট নিয়ে ধর্ম মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা

চলতি বছরের হজ কার্যক্রম নির্বিঘ্ন ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে হজ ফ্লাইট পরিচালনায় নতুন নির্দেশনা দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ১৮ এপ্রিল থেকে...
spot_img