বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় এসে সাক্ষাৎ করেছে দক্ষিণ এশিয়ার দুই বৈরী দেশ ভারত ও পাকিস্তানের উচ্চপর্যায়ের প্রতিনিধিরা। গতকাল সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শ্রদ্ধা জ্ঞাপনের আনুষ্ঠানিকতার আগ মুহূর্তে পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাক্ষাৎ হয়। এসময় তারা হাত মেলানোর পাশাপাশি কুশল বিনিময় করেন। জানা যায়, খালেদা জিয়ার জানাজার আগে তাদের জন্য জাতীয় সংসদ ভবনের দক্ষিণ ব্লকে একটি বিশেষ কক্ষে সার্কভুক্ত ছয় দেশের প্রতিনিধিদের জন্য আয়োজন করা হয়েছিল।
সাক্ষাৎকালে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এগিয়ে গিয়ে পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের সঙ্গে হাত মেলান। এসময় উভয় পক্ষের মধ্যে সৌজন্য ও কুশল বিনিময় ঘটে।
ভারত ও পাকিস্তানের প্রতিনিধিরা ছাড়াও ওই কক্ষে উপস্থিত ছিলেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী বালা নন্দা শর্মা, ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ডি এন ধুংগিয়েল, মালদ্বীপের প্রেসিডেন্টের বিশেষ দূত ও উচ্চশিক্ষামন্ত্রী আলী হায়দার আহমেদ এবং শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রী ভিজিতা হেরাথ।
উল্লেখ্য, চলতি বছরের মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে সামরিক সংঘাতের পর গতকালের এই সাক্ষাৎ দুই দেশের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের মধ্যে প্রথম সরাসরি যোগাযোগ হিসেবে বিবেচিত হচ্ছে। এই মিলনকে রাজনৈতিক বিশ্লেষকরা দক্ষিণ এশিয়ার কূটনৈতিক ক্ষেত্রে ইতিবাচক সংকেত হিসেবে দেখছেন।
সিএ/এএ


