সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মরদেহ শেষবারের মতো তাঁর গুলশানস্থ বাসভবন ‘ফিরোজায়’ নেওয়া হয়েছে। আজ বুধবার সকাল ৯টা ১৫ মিনিটে বাংলাদেশের পতাকায় মোড়ানো গাড়িতে করে তাঁর মরদেহ ফিরোজা ভবনে প্রবেশ করে।
এর কিছুক্ষণ আগে সকাল ৯টার দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে তিনবারের প্রধানমন্ত্রীর মরদেহ বের করা হয়। ফিরোজা ভবনে পরিবারের সদস্য, স্বজন এবং বিএনপির শীর্ষ নেতাকর্মীরা তাঁকে শেষবারের মতো শ্রদ্ধা জানানোর সুযোগ পাবেন।
দলীয় সূত্রে জানা গেছে, গুলশানের বাসভবনে শ্রদ্ধা নিবেদন শেষে বেগম খালেদা জিয়ার মরদেহ জানাজার জন্য মানিক মিয়া অ্যাভিনিউয়ে নেওয়া হবে। সেখানে রাষ্ট্রীয় ও দলীয় পর্যায়ের জানাজা অনুষ্ঠিত হওয়ার পর তাঁকে দাফন করা হবে তাঁর স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে।
এদিকে জানাজা ও দাফন কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রাজধানীতে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, মানিক মিয়া অ্যাভিনিউসহ ঢাকার গুরুত্বপূর্ণ এলাকাজুড়ে ২৭ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এর পাশাপাশি পুলিশ, র্যাব ও অন্যান্য নিরাপত্তা সংস্থাও সার্বিক পরিস্থিতি নজরদারিতে রয়েছে।
এর আগে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেগম খালেদা জিয়া শেষ নিশ্বাস ত্যাগ করেন। তাঁর মৃত্যুর পর দেশজুড়ে শোকের আবহ তৈরি হয়।
খালেদা জিয়ার মৃত্যুতে সরকার বুধবার থেকে শুক্রবার (৩১ ডিসেম্বর, ১ ও ২ জানুয়ারি) পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। একই সঙ্গে আজ বুধবার সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে।
সিএ/এএ


