ভারতের উত্তর–পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে মাঝারি মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (২৭ ডিসেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১২ মিনিটে এ ভূমিকম্প আঘাত হানে। প্রাথমিকভাবে এতে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
ভারতের জাতীয় ভূমিকম্প কেন্দ্র (এনসিএস) জানায়, মেঘালয়ের শিলং থেকে প্রায় ১৩৫ কিলোমিটার দূরে ৪.৪ মাত্রার ভূমিকম্পটি রেকর্ড করা হয়েছে। অন্যদিকে ইউরোপীয় ভূমধ্যসাগরীয় ভূমিকম্প কেন্দ্র (ইএমএসসি) ভূমিকম্পের মাত্রা ৪.৫ বলে জানিয়েছে।
ইএমএসসির তথ্যমতে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে। এর কেন্দ্রস্থল আসামের রাজধানী গুয়াহাটির প্রায় ৯১ কিলোমিটার উত্তর–উত্তর–পূর্বে এবং ধেকিয়াজুলি শহর থেকে প্রায় ১৬ কিলোমিটার পশ্চিমে।
স্থানীয় সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়, ভূমিকম্পটি আসামের বিস্তৃত এলাকায় অনুভূত হয়েছে। ভূমিকম্পটি অগভীর হওয়ায় উপকেন্দ্রের কাছাকাছি এলাকায় কম্পন তুলনামূলকভাবে বেশি অনুভূত হয়।
ভূমিকম্পের সময় আতঙ্কে অনেক বাসিন্দা ঘরবাড়ি ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন। তবে এখন পর্যন্ত কোনো ধরনের বড় ধরনের ক্ষয়ক্ষতি বা প্রাণহানির খবর পাওয়া যায়নি।
কেন্দ্রস্থলের আশপাশের যেসব এলাকায় কম্পন অনুভূত হয়েছে, সেগুলোর মধ্যে রয়েছে—ঢেকিয়াজুলি (১৭ কিমি), উদালগুড়ি (২১ কিমি), খারুপতিয়া (২৮ কিমি), ধিং (৩২ কিমি), রাঙ্গাপাড়া (৩৮ কিমি), মঙ্গলদই (৪২ কিমি), তেজপুর (৫০ কিমি) এবং নগাঁও (৫৪ কিমি)।
সিএ/এএ


