Tuesday, December 16, 2025
20 C
Dhaka

যুদ্ধবিরতির ঘোষণার পরও সীমান্তে গোলাগুলি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষণার পরও থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে সংঘর্ষ থামেনি। আজ শনিবার ভোরেও দুই দেশের সেনাবাহিনীর মধ্যে সীমান্তজুড়ে গোলাগুলি ও সামরিক অভিযান অব্যাহত ছিল। ট্রাম্প দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হওয়ার কথা বলার কয়েক ঘণ্টা পরও পরিস্থিতির কোনো দৃশ্যমান পরিবর্তন দেখা যায়নি।

থাইল্যান্ডের প্রধানমন্ত্রী অনুতিন চার্নভিরাকুল জানিয়েছেন, তিনি মার্কিন প্রেসিডেন্টকে স্পষ্ট করে বলেছেন—কম্বোডিয়া তাদের সব সেনা প্রত্যাহার ও সীমান্ত এলাকা থেকে ল্যান্ডমাইন অপসারণ না করা পর্যন্ত যুদ্ধবিরতি সম্ভব নয়। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বক্তব্যে অনুতিন বলেন, ‘থাইল্যান্ড সামরিক পদক্ষেপ অব্যাহত রাখবে, যতক্ষণ পর্যন্ত আমরা আমাদের ভূমি ও জনগণের জন্য হুমকি অনুভব করব। আমি এটাই স্পষ্ট করে বলতে চাই।’

এদিকে সীমান্তে রাতভর গোলাগুলি চলেছে। থাই বাহিনী সীমান্তের একাধিক স্থানে অভিযান চালিয়েছে। নতুন করে সংঘাতে কমপক্ষে ২১ জন নিহত হয়েছে বলে জানা গেছে। নিরাপত্তাজনিত কারণে উভয় দেশের প্রায় ৭ লাখ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।

এর আগে ট্রাম্প দাবি করেছিলেন, সোমবার শুরু হওয়া এই সংঘর্ষ তিনি ফোনালাপের মাধ্যমেই থামাতে পারবেন। শুক্রবার রাতে থাইল্যান্ড ও কম্বোডিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লেখেন, দুই দেশ আজ সন্ধ্যা থেকে গুলিবর্ষণ বন্ধ করতে এবং অক্টোবরে তাঁর উপস্থিতিতে স্বাক্ষরিত চুক্তিতে ফিরে যেতে সম্মত হয়েছে। তিনি আরও লেখেন, ‘উভয় দেশই শান্তির জন্য প্রস্তুত।’

তবে থাইল্যান্ডের প্রধানমন্ত্রী জানান, তিনি ট্রাম্পকে বলেছেন থাইল্যান্ড কোনোভাবেই আগ্রাসী নয়। যুদ্ধবিরতির আগে কম্বোডিয়াকে অবশ্যই তাদের বাহিনী প্রত্যাহার ও সীমান্ত এলাকা থেকে স্থলমাইন অপসারণ নিশ্চিত করতে হবে। একই সঙ্গে থাইল্যান্ড যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছে, এই সংঘাতকে যেন কোনোভাবেই বাণিজ্য ইস্যুর সঙ্গে যুক্ত করা না হয়।

শনিবার কম্বোডিয়া অভিযোগ করেছে, থাই বিমান হামলার শিকার হয়েছে তারা। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এক্সে এক পোস্টে জানায়, ‘১৩ ডিসেম্বর থাই সেনাবাহিনী দুটি এফ-১৬ যুদ্ধবিমান ব্যবহার করে কয়েকটি লক্ষ্যবস্তুতে সাতটি বোমা ফেলেছে। থাই সামরিক বিমান এখনো বোমাবর্ষণ বন্ধ করেনি।’ থাই সেনাবাহিনীও স্বীকার করেছে, লড়াই এখনো চলছে।

এই সীমান্ত বিরোধ গত ২৪ জুলাই তীব্র আকার ধারণ করে, যখন কম্বোডিয়া থাইল্যান্ডের ভেতরে রকেট হামলা চালায়। এর জবাবে থাইল্যান্ড বিমান হামলা শুরু করে। উভয় দেশই একে অপরকে প্রথম হামলার জন্য দায়ী করছে। কয়েক দিনের সংঘর্ষে কয়েক ডজন মানুষ নিহত হয়।

এর আগে প্রতিবেশী দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলো ট্রাম্প ও মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের মধ্যস্থতায় তাৎক্ষণিক ও নিঃশর্ত যুদ্ধবিরতিতে সম্মত হয়েছিল। অক্টোবরে মালয়েশিয়ায় মার্কিন প্রেসিডেন্টের সভাপতিত্বে এক অনুষ্ঠানে সেই চুক্তি আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়। তবে পরবর্তীতে উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলে।

কম্বোডিয়ার স্থলমাইন বিস্ফোরণে সাতজন থাই সেনা অঙ্গ হারিয়েছে বলে জানানো হয়েছে। কম্বোডিয়ার দাবি, এসব মাইন ১৯৮০-এর দশকের গৃহযুদ্ধের অবশিষ্টাংশ। এরপর থেকেই সীমান্তে উত্তেজনা ক্রমশ বাড়তে থাকে। গত রবিবার এক সংঘর্ষে থাইল্যান্ডের দুই সেনা আহত হওয়ার পর এই সপ্তাহে থাইল্যান্ড কম্বোডিয়ার অভ্যন্তরে বিমান হামলা শুরু করে। কম্বোডিয়াও পাল্টা রকেট হামলা চালায়।

এই সংঘাতে থাইল্যান্ডের উত্তর-পূর্বাঞ্চলের ছয়টি প্রদেশ এবং কম্বোডিয়ার উত্তর ও উত্তর-পশ্চিমাঞ্চলের পাঁচটি প্রদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। দুই দেশ এক শতাব্দীরও বেশি সময় ধরে প্রায় ৮০০ কিলোমিটার দীর্ঘ স্থল সীমান্ত নিয়ে বিরোধে জড়িয়ে আছে। ১৯০৭ সালে ফরাসি ঔপনিবেশিক শাসনামলে এই সীমান্তরেখা নির্ধারণ করা হয়েছিল।

সিএ/এএ

spot_img

আরও পড়ুন

বয়সের প্রথম ছাপ পড়ে মুখ ও চোখে

বয়স বাড়া মানেই শুধু চুল পাকা বা চোখের দৃষ্টিশক্তি...

আটলান্টিক উপকূলে দুর্যোগ, যোগাযোগ বিচ্ছিন্ন

মরক্কোর আটলান্টিক উপকূলীয় প্রদেশ সাফিতে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট...

বাংলা ভাষার জন্য এআইভিত্তিক নতুন উদ্যোগ আইসিটি বিভাগের

নতুন বাংলা ফন্ট ‘জুলাই’ এবং বাংলা ভাষাভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর...

হাদি হত্যাচেষ্টা: উন্নত চিকিৎসায় বিদেশে স্থানান্তর

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী...

সংসদ নির্বাচন ও গণভোটে সরকারি নির্দেশনা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু, অবাধ ও...

তারকাখ্যাতির বাইরে রণবীর সিং ও রণবীর কাপুর

বলিউড তারকা রণবীর সিং অভিনীত সিনেমা ‘ধুরন্ধর’ মুক্তির পর...

সিরাজগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজনই নিহত তিন জন আহত

ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় দুজনই...

অতিরিক্ত উৎপাদনে ধস নেমেছে ডিমের বাজারে

সাম্প্রতিক সময়ে বাণিজ্যিকভাবে উৎপাদিত ডিমের বাজারদর উল্লেখযোগ্যভাবে কমে গেছে।...

মোবাইল ফোন ব্যবসায়ীদের জন্য বাড়ল সময়

দেশে মোবাইল ফোন চুরি ও অবৈধ আমদানি রোধে চালু...

সিরাজগঞ্জে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

ওয়াসিম সেখ,সিরাজগঞ্জ প্রতিনিধি: দিনাজপুরের হাকিমপুর থানায় দায়ের করা মাদক মামলায়...

আদালত প্রাঙ্গণে বাড়ছে নিরাপত্তা ব্যবস্থা

দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকির কথা...

রাজনৈতিক সহিংসতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিবাদ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য...

ওসমান হাদির বিদেশি চিকিৎসা সরকারের তত্ত্বাবধানে

গুলিবিদ্ধ ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের...

৩৬ ঘণ্টা পেরোলেও গ্রেপ্তার হয়নি দুর্বৃত্তরা

গাজীপুরের টঙ্গীতে মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশের দুই কর্মীকে গুলি...
spot_img

আরও পড়ুন

বয়সের প্রথম ছাপ পড়ে মুখ ও চোখে

বয়স বাড়া মানেই শুধু চুল পাকা বা চোখের দৃষ্টিশক্তি কমে যাওয়া নয়। সময়ের সঙ্গে সঙ্গে শরীরের ভেতর ও বাইরে ধীরে ধীরে নানা পরিবর্তন শুরু...

আটলান্টিক উপকূলে দুর্যোগ, যোগাযোগ বিচ্ছিন্ন

মরক্কোর আটলান্টিক উপকূলীয় প্রদেশ সাফিতে প্রবল বর্ষণের ফলে সৃষ্ট আকস্মিক বন্যায় অন্তত ৩৭ জনের মৃত্যু হয়েছে। সোমবার দেশটির কর্তৃপক্ষ এই তথ্য জানিয়েছে। ভারি বৃষ্টিপাতে...

বাংলা ভাষার জন্য এআইভিত্তিক নতুন উদ্যোগ আইসিটি বিভাগের

নতুন বাংলা ফন্ট ‘জুলাই’ এবং বাংলা ভাষাভিত্তিক কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) প্ল্যাটফর্ম ‘কাগজ ডট এআই’ চালু করেছে সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি (আইসিটি) বিভাগ। আইসিটি বিভাগের...

হাদি হত্যাচেষ্টা: উন্নত চিকিৎসায় বিদেশে স্থানান্তর

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদিকে নিয়ে সিঙ্গাপুরের উদ্দেশ্যে উড়াল দিয়েছে এয়ার অ্যাম্বুলেন্স। সোমবার দুপুর ১টা ৫৫ মিনিটে...
spot_img