যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, লেবানন এখন একটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক মোড়ে দাঁড়িয়ে রয়েছে। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আওনকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা বার্তায় তিনি আশা প্রকাশ করেন, ওয়াশিংটন ও বৈরুতের সহযোগিতা ভবিষ্যতে আরও জোরদার হবে।
ট্রাম্প লেবানন সরকারের সাম্প্রতিক কিছু দুঃসাহসী সিদ্ধান্তের প্রশংসা করে বলেন, দুই দেশ একসঙ্গে কাজ করে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আরও উজ্জ্বল আগামীর পথ তৈরি করতে সক্ষম হবে।
২২ নভেম্বর লেবানন স্বাধীনতা দিবস পালন করলেও ইসরায়েলের তীব্র হামলা ও সীমান্ত পরিস্থিতির কারণে এ বছর কোনো আনুষ্ঠানিক উদযাপন হয়নি। একই সময়ে যুক্তরাষ্ট্র সফরের পরিকল্পনা বাতিল করায় দেশটির সেনাবাহিনী প্রধান রদলফ হায়কালকে নিয়ে বৈরুতে নিরাপত্তা সহযোগিতা ইস্যুতে নতুন বিতর্ক দেখা দিয়েছে।
সিএ/এমআরএফ


