রাজস্থানের উদয়পুরে মার্কিন ধনকুবের পদ্মজা এবং রামা রাজু মান্টেনার মেয়ে নেত্রা মান্টেনার বিয়ের অনুষ্ঠানে বলিউড তারকাদের পারফরম্যান্সে জমে ওঠে পুরো আয়োজন। তিনদিনব্যাপী এই বিয়েতে দেশি-বিদেশি শতাধিক অতিথির উপস্থিতিতে সৃষ্টি হয় রূপকথার মতো আবহ।
বিয়ের অনুষ্ঠানের বেশ কয়েকটি ভিডিও সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি আলোচনায় আছে বলিউড অভিনেতা রণবীর সিংয়ের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এবং তাঁর বাগদত্তা বেটিনা অ্যান্ডারসনের নাচ। ভিডিওতে দেখা যায়, রণবীর মঞ্চে ডেকে আনেন ট্রাম্প পরিবারের এই দুই সদস্যকে এবং নিজের জনপ্রিয় ছবি রকি অউর রানি কি প্রেম কাহানি’র ‘হোয়াট ঝুমকা’ গানের তালে নাচিয়ে মাতিয়ে তোলেন সবাইকে। অতিথিদের সঙ্গে প্রাণবন্ত নাচে রণবীর উৎসাহ দেন ট্রাম্পের হবু পুত্রবধূকেও।
বিয়ের সংগীত অনুষ্ঠানে বেটিনা অ্যান্ডারসনের পরনে ছিল সোনালী রঙের ঝলমলে লেহেঙ্গা, আর রণবীর ছিলেন আকর্ষণীয় কালো ফর্মাল স্যুটে। বিলাসবহুল ভেন্যু—দ্য লীলা প্যালেস, জেনানা মহল ও জগমন্দির আইল্যান্ড প্যালেসে ছিল এই রাজকীয় আয়োজন। প্রায় ৬০০ অতিথিকে আমন্ত্রণ জানানো হয় এই বিয়েতে।
জানা গেছে, শুধু ভারতীয় তারকারাই নন, এই বিয়েতে পারফর্ম করবেন আন্তর্জাতিক সুপারস্টার জেনিফার লোপেজ এবং জাস্টিন বিবারও। পরিবারটির বিশাল আয়োজন নিয়ে ইতোমধ্যে বিশ্বজুড়ে আলোচনার ঝড় উঠেছে।
নেত্রা মান্টেনা অরল্যান্ডো-ভিত্তিক বিলিয়নিয়ার পদ্মজা এবং রামা রাজু মান্টেনার কন্যা। অন্যদিকে বর ভামসি গাদিরাজু কলাম্বিয়া ইউনিভার্সিটির স্নাতক এবং সফল প্রযুক্তি উদ্যোক্তা হিসেবে পরিচিত।
সিএ/এমআরএফ


