এডিস মশাবাহিত ডেঙ্গু জ্বরে দেশে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে আরও ৫৯৩ জন নতুন রোগী। এই ঘটনা চলতি বছর ডেঙ্গুর প্রকোপ কতটা গুরুতর তা স্পষ্টভাবে ফুটিয়ে তোলে।
শনিবার (২২ নভেম্বর) বিকেলে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মৃত তিনজনের মধ্যে দুজন বরিশাল বিভাগের এবং একজন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বাসিন্দা।
চলতি বছরের হিসাব অনুযায়ী, ডেঙ্গুতে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৫৬ জনে। আক্রান্তের সংখ্যা এখন ৮৯,৪৮৬ জন। এই সংখ্যা দেখায়, ডেঙ্গুর বিস্তার এখনও নিয়ন্ত্রণের বাইরে এবং জনগণকে বিশেষ সতর্কতার প্রয়োজন।
নতুন আক্রান্তদের বিভাজন অনুযায়ী, বরিশাল বিভাগে ৯০ জন, চট্টগ্রাম বিভাগে ৯৭ জন, ঢাকা বিভাগের সিটি এলাকায় নয়, বাইরে ৮৮ জন, ঢাকা উত্তর সিটিতে ২১১ জন, ঢাকা দক্ষিণ সিটিতে ৭৮ জন এবং খুলনা বিভাগে ২৯ জন রোগী ভর্তি হয়েছেন।
এদিকে, গত ২৪ ঘণ্টায় ৬২৮ জন রোগী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। চলতি বছরে মোট ৮৬,৩৩১ জন ডেঙ্গু রোগী সুস্থতার জন্য হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।
স্বাস্থ্য অধিদফতর বিশেষভাবে নাগরিকদের সতর্ক থাকার জন্য বলেছে, ডেঙ্গু প্রতিরোধে মশার লার্ভা নিধন, পরিচ্ছন্নতা বজায় রাখা এবং ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিত করা জরুরি। বিশেষ করে শিশু, বয়স্ক এবং পূর্বে জ্বর বা হাইপারটেনশন রোগে আক্রান্ত ব্যক্তিদের ডেঙ্গুতে ঝুঁকি বেশি।
সিএ/এমআরএফ


