আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে ইচ্ছুকদের জন্য মনোনয়ন আবেদন ফরম সংগ্রহের সময় এক সপ্তাহ বাড়িয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আগে নির্ধারিত ছিল ১৩ নভেম্বর পর্যন্ত, তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী ২০ নভেম্বর পর্যন্ত আবেদন ফরম সংগ্রহ করা যাবে। বৃহস্পতিবার রাতে দলটির মুখ্য সমন্বয়ক ও কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নাসীরুদ্দীন পাটওয়ারী এ ঘোষণা দেন।
এক ভিডিও বার্তায় নাসীরুদ্দীন পাটওয়ারী জানান, অনেকে বিভিন্ন কারণে নির্ধারিত সময়ের মধ্যে ফরম সংগ্রহ করতে পারেননি। তাদের অনুরোধের পরিপ্রেক্ষিতে সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে বিকেলে মনোনয়ন সংগ্রহের বিষয়ে একটি সংবাদ সম্মেলনের ডাক দেওয়া হলেও পরে তা বাতিল করা হয়।
গত ৬ নভেম্বর এনসিপি মনোনয়ন ফরম বিতরণের ঘোষণা দেয়। ফরমের মূল্য ১০ হাজার টাকা হলেও কেউ চাইলে বাড়তি মূল্য দিতে পারবেন। তবে আহত যোদ্ধা ও নিম্নআয়ের মানুষের জন্য ফরমের মূল্য নির্ধারণ করা হয়েছে দুই হাজার টাকা।
এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে, বিভাগীয় সাংগঠনিক সম্পাদকদের মাধ্যমে অথবা অনলাইনে ওয়েবসাইটে (nomination.ncpbd.org) গিয়ে আবেদন সংগ্রহ করা যাবে।
সিএ/এমআরএফ


