বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেছেন, একাত্তরের মহান মুক্তিযুদ্ধের চেতনা ও ইতিহাস বিকৃত করে তা ভুলিয়ে দেওয়ার গভীর ষড়যন্ত্র চলছে। তিনি বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বাংলাদেশের অস্তিত্বের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, তাই কোনো ষড়যন্ত্রেই এটি মুছে ফেলা সম্ভব নয়।
সোমবার (১০ নভেম্বর) সকাল ১১টায় বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ঠাকুরগাঁও জেলা ইউনিট কমান্ড আয়োজিত জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বীর মুক্তিযোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
ফখরুল বলেন, “আজ যারা মুক্তিযুদ্ধের চেতনাকে বিকৃত করতে চায়, তারা সেই শক্তি—যারা একাত্তরে পাকিস্তানি হানাদারদের সঙ্গে হাত মিলিয়েছিল, যারা মা-বোনদের সম্মানহানি ঘটিয়েছিল এবং নিরীহ মানুষ হত্যা করেছিল। তারা এখন নতুন মুখে, নতুন নামে আবারও সামনে আসছে। তাদের মূল লক্ষ্য দেশকে গণতন্ত্র ও মুক্তিযুদ্ধের আদর্শ থেকে দূরে সরিয়ে দেওয়া।”
তিনি আরও বলেন, “মুক্তিযুদ্ধের দিনগুলোকে ইতিহাস থেকে মুছে দিতে চাওয়া হচ্ছে, কিন্তু সেই ইতিহাস কখনো ভুলে যাওয়া সম্ভব নয়। আমাদের রক্তে, আমাদের আত্মায় মুক্তিযুদ্ধের সেই স্মৃতি বেঁচে আছে।”
আসন্ন জাতীয় নির্বাচন প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন, “নির্বাচনকে বানচালের ষড়যন্ত্র চলছে। কেউ কেউ ইচ্ছাকৃতভাবে নির্বাচনের সময় পেছানোর পাঁয়তারা করছে। কিন্তু নির্বাচন পিছিয়ে দেওয়া মানে দেশের সর্বনাশ ডেকে আনা। জনগণের ভোটাধিকার কেড়ে নিয়ে কেউ কখনো টিকে থাকতে পারবে না।”
সভায় সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা নুর করিম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা নাঈম জাহাঙ্গীর, সদস্যসচিব বীর মুক্তিযোদ্ধা সাদেক আহম্মদ খান, জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমীন, সাধারণ সম্পাদক মো. পয়গাম আলীসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।
সিএ/এমআরএফ


