চলচ্চিত্র ও ছোটপর্দার অভিনয়ের মাধ্যমে দীর্ঘ সময় শোবিজে নিজের পথ তৈরি করেছেন অভিনেতা আরিফিন শুভ। মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু হলেও তিনি একসময় সহকারী হিসেবে কাজ করেছেন। ‘ঢাকা অ্যাটাক’ ও ‘মিশন এক্সট্রিম’-এর মতো অ্যাকশনধর্মী চলচ্চিত্রে অভিনয় করে তিনি ইন্ডাস্ট্রিতে শক্ত অবস্থান তৈরি করেছেন। বর্তমানে তিনি দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক সিনেমাতেও অভিনয় করছেন এবং এখন তিনি বলিউডেও কাজ করছেন।
সম্প্রতি মোটিভেশনাল ট্রেইনার ডন সামদানির সঙ্গে এক অনুষ্ঠানে শুভ হালকা হাস্যরসের সঙ্গে বলেন, “এক সময় আমি প্রোডাকশনে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরের কাজ করতাম। মানে এই এদিকে আয়, এই পানি দে, এই আর্টিস্টের স্যান্ডেল মোছ—এগুলো করতাম। এক বিজ্ঞাপনের কাজে ডন ছিলেন মডেল আর আমি ছিলাম ছাগলের তিন নাম্বার বাচ্চা। কিন্তু লাইফের সাইকেল যেরকম, আমার স্বপ্নটা বড় ছিল। তাই আজ আমি নায়ক হয়েছি।”
শুভ চলচ্চিত্রের পাশাপাশি ছোটপর্দার মাধ্যমে দর্শকদের মধ্যে প্রশংসা অর্জন করেছেন। তিনি প্রতিনিয়ত নিজেকে নতুন চ্যালেঞ্জের মধ্য দিয়ে পরীক্ষা করছেন।
সর্বশেষ তাকে দেখা গেছে গেল কোরবানি ঈদে মুক্তিপ্রাপ্ত ‘নীলচক্র’ সিনেমায়। এই সিনেমায় তিনি মন্দিরা চক্রবর্তীর সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন।
সিএ/এমআরএফ


