ভারতের কিছু মানুষ আয়ুর্বেদিক বিশ্বাসের অংশ হিসেবে বিভিন্ন শারীরিক সমস্যার সমাধান হিসেবে গোমূত্র পান করেন। সামাজিক মাধ্যমে এরকম ভিডিও নিয়মিত ভাইরাল হয়। বলিউডের সুপরিচিত অভিনেতা অক্ষয় কুমারও এর অন্যতম উদাহরণ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় তাঁর পুরনো একটি সাক্ষাৎকারের ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে তিনি স্বীকার করেছেন যে স্বাস্থ্য ও ফিটনেস বজায় রাখতে তিনি নিয়মিত গোমূত্র পান করেন।
ভিডিওতে দেখা যায়, ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত ‘বেল বটম’ ছবির শুটিং চলাকালীন অক্ষয় কুমার এবং হুমা কুরেশি ব্রিটিশ অভিযাত্রী বিয়ার গ্রিলসের সঙ্গে একটি লাইভে যোগ দেন। সেখানে হুমা কুরেশি জিজ্ঞেস করেন, তিনি কীভাবে নিজেকে প্রস্তুত করেছিলেন এমন চা পান করার জন্য, যা হাতে মল মেশানো ছিল।
জবাবে অক্ষয় কুমার বলেন, ‘আমি একেবারেই ভয় পাইনি এবং চিন্তিতও ছিলাম না। আমি গোমূত্র খাই, আয়ুর্বেদিক কারণে। তাই সমস্যা হয়নি।’ এই মন্তব্যের পর ভিডিওটি দ্রুত ভাইরাল হয় এবং নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। কেউ এটি স্বাগত জানিয়েছে, কেউ আবার বিস্মিত হয়েছেন।
এর আগে বলিউড অভিনেতা পরেশ রাওয়ালও এক সাক্ষাৎকারে জানিয়েছেন, হাঁটুর ব্যথা সারাতে টানা ১৫ দিন গোমূত্র পান করেছিলেন। ভারতের কিছু মানুষ আয়ুর্বেদিক বিশ্বাসের অংশ হিসেবে এমন প্রথা মানেন, যেখানে স্বাস্থ্য ও রোগ প্রতিরোধে গোমূত্রকে কার্যকর মনে করা হয়।
অক্ষয় কুমারের সাম্প্রতিক কাজের মধ্যে রয়েছে ‘জলি এলএলবি ৩’, যেখানে তার সঙ্গে অভিনয় করেছেন আরশাদ ওয়ার্সি, হুমা কুরেশি প্রমুখ। এছাড়া চলতি বছরে মুক্তি পেয়েছে তার ‘হাউজফুল ৫’, ‘কেশরী চ্যাপ্টার ২’, ‘কান্নাপ্পা’ এবং ‘স্কাইফোর্স’ সিনেমাগুলো।
সিএ/এমআরএফ


