বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও জনপ্রিয় সংগীতশিল্পী আসিফ আকবর জানিয়েছেন, ক্রিকেটার সাকিব আল হাসানের প্রতি তার বিশেষ টান বা ‘সফট কর্নার’ রয়েছে।
দীর্ঘদিন ধরে বাংলাদেশের ক্রিকেটে অবদান রাখা সাকিব আল হাসান বর্তমানে মাঠের বাইরে থাকলেও ভক্তদের ভালোবাসায় তিনি এখনও সমান জনপ্রিয়। ২০২৪ সালের ভারত সফরের পর থেকে নতুন রাজনৈতিক পরিস্থিতিতে দেশে না ফিরলেও, ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে তার অবস্থান অটুট।
সম্প্রতি স্টেডিয়ামে সাকিবের প্লেকার্ড ও পোস্টার নিয়ে ঢুকতে না দেওয়া এবং চট্টগ্রামে এক পুলিশ সদস্য কর্তৃক সাকিবের পোস্টার ছিঁড়ে ফেলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে আসিফ আকবর বলেন, ‘সাকিবকে আমি চিনি ছোটবেলা থেকে, যখন সে বাংলাদেশ দলে ঢোকে। প্রায় ১৭-১৮ বছর ধরে তাকে চিনি ও একজন ক্রিকেটার হিসেবে খুব মূল্যায়ন করি। বাকিটা বলার জন্য ডিসিপ্লিনারি কমিটি আছে, তারা বুঝবে সাকিবের পোস্টার ঢুকবে কি না। সাকিবের প্রতি আমার সফট কর্নার আছে, কারণ সাকিব বাংলাদেশের একটা ব্র্যান্ড।’
তিনি আরও বলেন, সাকিব শুধুমাত্র একজন ক্রিকেটার নন, বরং দেশের ক্রীড়া ইতিহাসে অন্যতম বড় প্রতীক। তার মাঠের পারফরম্যান্স এবং আন্তর্জাতিক সাফল্য বাংলাদেশের ক্রিকেটকে বিশ্বমঞ্চে তুলে ধরেছে।
এদিকে, আগামী দিনে ঘরের মাঠে আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ দল। যদিও দলে থাকছেন না সাকিব আল হাসান, তার নাম ও প্রভাব এখনও আলোচনার কেন্দ্রে।
সিএ/এমআরএফ


