অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য শেষ হওয়া ওয়ানডে সিরিজে দুর্দান্ত ব্যাটিং করা ভারতীয় ক্রিকেটার শ্রেয়াস আইয়ার এখন সিডনির একটি হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন। সিরিজ চলাকালীন মারাত্মক চোট পাওয়ার পর তার শারীরিক অবস্থা অবনতির দিকে গেলে চিকিৎসকরা দ্রুত হাসপাতালে ভর্তি করেন।
ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, চিকিৎসা পরীক্ষায় শ্রেয়াসের অভ্যন্তরীণ রক্তক্ষরণের প্রমাণ পাওয়া যায়। চিকিৎসকদের আশঙ্কা, রক্তক্ষরণজনিত সংক্রমণ রোধে তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, “গত কয়েক দিন ধরে শ্রেয়াস আইসিইউতে রয়েছেন। তার অবস্থা এখন স্থিতিশীল হলেও এটি আরও জটিল হতে পারত। চিকিৎসকরা দুই থেকে সাত দিন পর্যন্ত পর্যবেক্ষণে রাখবেন।”
দলের চিকিৎসক ও ফিজিও জানিয়েছেন, কোনো ঝুঁকি না নিয়ে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছিল। তারা আশা করছেন, শ্রেয়াস শিগগিরই সুস্থ হয়ে উঠবেন।
সিরিজের শেষ ওয়ানডেতে অ্যালেক্স ক্যারির ক্যাচ নিতে গিয়ে আহত হন শ্রেয়াস। পেছনে দৌড়ে সফলভাবে ক্যাচ নেওয়ার পর পিছলে পড়ে পাঁজরের খাঁচায় আঘাত পান তিনি।
সিএ/এমআর


