রোববার রাতে লা লিগার মাঠে গেতাফের বিপক্ষে ১-০ গোলে জিতেছে রেয়াল মাদ্রিদ। মাত্র সাত মিনিটের মধ্যে গেতাফের দুই ফুটবলার লাল কার্ড পান, আর এই সময়ে গোল করেন কিলিয়ান এমবাপে। এ জয়ের ফলে শাবি আলোন্সোর দল লিগের শীর্ষে ফিরে এসেছে।
খেলা শুরুতে রেয়ালের পারফরম্যান্স সীমিত ছিল। প্রথমার্ধে তারা পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি। বিরতির পর দলটি তুলনামূলকভাবে আক্রমণাত্মক হয় এবং ৭৭ থেকে ৮৪ মিনিটের মধ্যে এমবাপে গোল করেন। গেতাফের দুই লাল কার্ড ম্যাচের সমীকরণ পুরোপুরি পাল্টে দেয়। শেষ মুহূর্তে গেতাফের একমাত্র সুযোগও রেয়ালের গোলরক্ষক থিবো কোর্তোয়া রুখে দেন।
রেয়ালের ৯ ম্যাচে ৮ জয় এবং ২৪ পয়েন্ট, সমান ম্যাচে বার্সেলোনা ২২ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে। এমবাপে ক্লাব ও জাতীয় দল মিলিয়ে টানা ১১ ম্যাচে গোল করার রেকর্ড রাখেন।
সিএ/এমআর