ব্রিটিশ সিংহাসনের উত্তরাধিকারী প্রিন্স উইলিয়াম ঘোষণা দিয়েছেন, রাজা হলে রাজতন্ত্রে পরিবর্তন আনবেন তিনি। অ্যাপল টিভি প্লাসের দ্য রিলাকট্যান্ট ট্রাভেলার অনুষ্ঠানে অভিনেতা ইউজিন লেভিকে দেওয়া খোলামেলা সাক্ষাৎকারে এ কথা জানান তিনি। ব্রিটিশ গণমাধ্যম বলছে, এটি উইলিয়ামের জীবনের অন্যতম খোলামেলা আলাপ।
উইলিয়াম বলেন, “আমার এজেন্ডায় পরিবর্তন আছে। ইতিবাচক পরিবর্তন, এগুলোকে আমি স্বাগত জানাই। পরিবর্তনকে ভয় পাই না, বরং এটি আমাকে সবচেয়ে বেশি উদ্দীপ্ত করে। তবে এটি মৌলিক কোনো পরিবর্তন নয়, প্রয়োজনীয় কিছু রদবদল।”
উইন্ডসর ক্যাসেলের ভেতর ঘুরে দেখানোর সময় তিনি জানান, প্রাসাদে চলাফেরার জন্য বৈদ্যুতিক স্কুটার ব্যবহার করেন তিনি। ঐতিহ্য ও দায়িত্ব নিয়ে বলতে গিয়ে প্রিন্স বলেন, ইতিহাস কখনো কখনো বোঝা হয়ে দাঁড়ায়। তার ভাষায়, “অতীত যদি সতর্কতার সঙ্গে সামলানো না হয়, তবে সেটি শ্বাসরুদ্ধকর হয়ে উঠতে পারে। তাই বর্তমানের জন্য বেঁচে থাকাটাই জরুরি।”
প্রথার গুরুত্ব স্বীকার করলেও তিনি মনে করেন, সবকিছুই প্রশ্নের বাইরে নয়। “প্রথাগুলো এখনো কি কার্যকর? এগুলো কি সঠিকভাবে আমাদের কাজে লাগছে? এসব প্রশ্ন তোলা প্রয়োজন।”
পরিবার প্রসঙ্গে উইলিয়াম বলেন, স্ত্রী ও বাবার ক্যানসারের চিকিৎসার সময় মানসিক চাপ ছিল প্রবল। “পরিবারকে ঘিরে চিন্তা আমাকে ভোগায়। তবে আমরা চেষ্টা করি সন্তানদের নিরাপত্তা ও নিশ্চয়তা দিতে। খোলামেলা আলোচনার মাধ্যমে তাদের বোঝাই সবকিছু ঠিক আছে।” তিনি আরও জানান, গত বছর স্ত্রী ও বাবা যেভাবে পরিস্থিতি সামলেছেন, তাতে তিনি গর্বিত।
সন্তানদের প্রসঙ্গে তিনি বলেন, তার ছেলে যেন এমন এক বিশ্বে বড় হয় যেটি নিয়ে গর্ব করতে পারে। যদিও সাক্ষাৎকারে প্রিন্স হ্যারির প্রসঙ্গ তোলা হয়নি, তবু উইলিয়াম জানান, তিনি চান না রাজপরিবার আবার অতীতের তিক্ত অভিজ্ঞতায় ফিরে যাক।
সিএ/