রাজধানীর বারিধারা স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজে (বিএসআইএসসি) অনুষ্ঠিত হয়েছে বার্ষিক বিজ্ঞান মেলা ২০২৫। বৃহস্পতিবার (৩১ জুলাই) কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত এই মেলার উদ্বোধন করেন প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফুল হক খান, এনডিসি, পিএসসি, কমান্ড্যান্ট সেন্ট্রাল অর্ডন্যান্স ডেপো।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিভিন্ন উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা। উদ্বোধনী পর্ব শেষে সভাপতি শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ এবং আমন্ত্রিত অতিথিদের সঙ্গে নিয়ে মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। এ সময় বিজ্ঞানমনস্ক শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্পগুলো সম্পর্কে তিনি বিস্তারিত জেনে মতবিনিময় করেন।
প্রধান অতিথি শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক চিন্তা, সৃষ্টিশীলতা এবং উপস্থাপনায় সন্তোষ প্রকাশ করে তাদের উৎসাহিত করেন। একইসঙ্গে অভিভাবক ও অতিথিরাও শিক্ষার্থীদের উদ্ভাবনী ক্ষমতা এবং প্রকল্পের গুণগত মানের প্রশংসা করেন।
উল্লেখ্য, বিজ্ঞান চর্চা ও উদ্ভাবনের প্রতি শিক্ষার্থীদের আগ্রহ বাড়াতে বার্ষিক এই বিজ্ঞান মেলার আয়োজন করে আসছে বিএসআইএসসি।