খোশমেজাজে আছেন পাকিস্তানি তারকা হানিয়া আমির। ‘সর্দার জি ৩’ ছবিটি বক্সঅফিসে তরতরিয়ে ছুটছে। এর মধ্যেই পুরোনো প্রেমিক গায়ক আসিম আজহারের সঙ্গে তাঁর সম্পর্ক আবারও জোড়া লাগছে, তা নিয়ে আবারও গুঞ্জন শুরু হয়েছে।
ঘটনার সূত্রপাত ‘সর্দার জি ৩’ সিনেমার ট্রেলার মুক্তির পর। ইনস্টাগ্রামে ছবির প্রধান অভিনেতা দিলজিৎ দোসাঞ্জের পোস্ট করা ট্রেলারের লাইক দেন আসিম আজহার। বিষয়টি গুঞ্জনে কলকে দিয়েছে।
হানিয়া আমিরের ভক্তদের কেউ কেউ মনে করছেন, হানিয়ার সঙ্গে আসিম আজহারের সম্পর্কের বরফ গলেছে। বিষয়টি আর নিছক লাইকে আটকে নেই।
দুজনকে একই ধরনের ক্যাপে দেখা গেছে, বিষয়টি প্রেমের গুঞ্জনে আরও খানিকটা ভিত্তি দিয়েছে। একটি বিজ্ঞাপনী ভিডিওতে আসিমকে কালো শার্ট, নীল প্যান্ট ও মাথায় হালকা রঙের নিউইয়র্ক ইয়াঙ্কিজের লোগোযুক্ত ক্যাপ দেখা গেছে।
এরপরই ইনস্টাগ্রাম স্টোরিতে করাচির একটি সিনেমা হলে ‘সর্দার জি ৩’ দেখার মুহূর্ত শেয়ার করেছেন হানিয়া আমির। সঙ্গে ছিলেন অভিনেত্রী ইয়াশমা গিল ও ইয়াশাল শহীদ। সেই ভিডিওতে হানিয়ার মাথায় থাকা নিউইয়র্ক ইয়াঙ্কিজের লোগোযুক্ত ক্যাপটিও ছিল একই রঙের।
ক্যাপ নিয়ে দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছেন ভক্তরা। কেউ কেউ বলছেন, বিষয়টি কাকতালীয় নয়, বরং ইঙ্গিতপূর্ণ। কেউ কেউ মনে করছেন, তাঁরা হয়তো আবার একসঙ্গে সময় কাটাচ্ছেন।
হানিয়া ও আসিমের সম্পর্ক শুরু হয়েছিল ২০১৮ সালের দিকে। ২০১৯ সালে তা প্রকাশ্যে আসে, আর ২০২০ সালে প্রেম ভেঙে যায়।
সম্প্রতি আসিম আজহারের সঙ্গে অভিনেত্রী মীরুব আলির সম্পর্কের ভাঙনের খবর সামনে আসার পর থেকেই পুরোনো প্রেম নিয়ে আলোচনা আরও ঘনীভূত হয়েছে। যদিও হানিয়া বা আসিম—কেউই এসব নিয়ে এখনো মুখ খোলেননি।