রাশিয়া-ইউক্রেন যুদ্ধে রুশ বাহিনীর পক্ষে লড়ছে মোট ১ হাজার ৪৩৬ জন আফ্রিকান সেনা। আফ্রিকার প্রায় ৩৬টি দেশ থেকে এই সেনারা ইউক্রেনে পৌঁছেছে।
ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রিয়ে সাইবিহা সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানিয়েছেন, রাশিয়ার নিয়োগপত্রে স্বাক্ষর করা এসব সেনা প্রকৃতপক্ষে নিজেরা মৃত্যুদণ্ডে সম্মত হয়েছেন। তিনি সতর্ক করে জানিয়েছেন, রুশ বাহিনীর পক্ষে লড়াই করা বিদেশি সেনাদের মধ্যে অনেককে যুদ্ধক্ষেত্রে হত্যা করা হয়েছে। এছাড়া যুদ্ধবন্দি হিসেবে আটক থাকা রুশ সেনাদের মধ্যে বিদেশি সেনার সংখ্যা বেশ। ইউক্রেন সরকার এই বন্দিদের তালিকা প্রস্তুত করছে।
পররাষ্ট্রমন্ত্রী আফ্রিকার দেশগুলোকে অনুরোধ জানিয়েছেন, তাদের নাগরিকদের এই যুদ্ধে পাঠাবেন না। ইতিমধ্যে দক্ষিণ আফ্রিকা জানিয়েছে, দেশটি থেকে ১৭ জন রাশিয়ার বাহিনীতে যোগ দিয়েছে। কেনিয়ারও কিছু নাগরিক রাশিয়া ও ইউক্রেনের বন্দি শিবিরে রয়েছেন।
২০১৫ সালের মিনস্ক চুক্তির শর্ত লঙ্ঘণ এবং ক্রিমিয়াকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি না দেওয়ার পর ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। অভিযানের নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিন বছরের যুদ্ধে দোনেৎস্ক, লুহানস্ক, ঝাপোরিজ্জিয়া ও খেরসন প্রদেশ দখল করেছে রাশিয়া। মস্কো প্রস্তাব দিয়েছে, কিয়েভ যদি এই চার প্রদেশসহ ক্রিমিয়াকে রুশ ভূখণ্ড হিসেবে স্বীকৃতি দেয়, তাহলে সামরিক অভিযান শেষ হবে। কিয়েভের দাবি, রাশিয়া যদি অধিকৃত অঞ্চল থেকে সেনা প্রত্যাহার করে, তবেই শান্তি সংলাপে বসবে।
সিএ/এমআরএফ


