পাকিস্তান-আফগানিস্তান সীমান্তে তীব্র সংঘর্ষের পর আফগানিস্তানের ১৯টি সীমান্তপোস্ট দখলে নিয়েছে পাকিস্তান সেনাবাহিনী। শনিবার রাতভর চলা সংঘাতে আফগান সেনারা এসব পোস্ট ছেড়ে পালিয়ে যায় বলে জানিয়েছে পাকিস্তানের সেনাসূত্র।
পাকিস্তানের জিও নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, কুনার, চাগাই, ডুরান মেলা, তুর্কমানজাই ও শহিদানসহ সীমান্তবর্তী এলাকাগুলোর পোস্টে পাকিস্তানের সেনাবাহিনীর ব্যাপক আক্রমণে আফগান বাহিনীর কয়েক ডজন সদস্য নিহত ও আহত হন। আহতদের অনেককেই ফেলে রেখেই আফগান সেনারা পিছু হটে বলে দাবি করেছে ইসলামাবাদ।
এর আগে বৃহস্পতিবার মধ্যরাতে আফগানিস্তানের রাজধানী কাবুলে বিমান হামলা চালায় পাকিস্তান। ওই হামলায় তেহরিক-ই-তালিবান পাকিস্তানের (টিটিপি) প্রধান নূর ওয়ালি মেসুদ নিহত হয়েছেন বলে গুঞ্জন রয়েছে। তার সঙ্গে ক্বারী সাইফুল্লাহ মেসুদসহ কয়েকজন সহযোগীও নিহত হন বলে ধারণা করা হচ্ছে।
পাকিস্তানের দাবি, আফগান তালেবান সরকার টিটিপি নেতাদের আশ্রয় ও সহায়তা দিয়ে আসছে। তবে কাবুল এ অভিযোগ অস্বীকার করে বলেছে, পাকিস্তান তাদের সার্বভৌমত্বের ওপর হামলা চালিয়েছে।
শনিবার রাতে আফগান সেনারা পাকিস্তানের আঙ্গুর আড্ডা, বাজাউর, কুরম, দির, চিত্রাল ও বারামচা এলাকায় পাল্টা হামলা চালায়। এরপর পাকিস্তানও ভারী অস্ত্র, ড্রোন, ট্যাংক এবং গোলাবারুদ ব্যবহার করে পাল্টা জবাব দেয় বলে জানায় সেনা কর্তৃপক্ষ।
সূত্র: জিও টিভি
সিএ/এমআর