সৌদি আরব আপাতত রাজধানী রিয়াদে নির্মাণাধীন ‘মুকাব’ মেগা প্রকল্প স্থগিত করেছে। রয়টার্সের বরাত দিয়ে জানা যায়, প্রকল্পটির অর্থায়ন ও বাস্তবায়নযোগ্যতা নতুনভাবে মূল্যায়নের অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ‘মুকাব’ ছিল রিয়াদের নিউ মুরাব্বা ডাউনটাউন উন্নয়ন প্রকল্পের কেন্দ্রবিন্দু এবং সৌদি ভিশন ২০৩০-এর উচ্চাকাঙ্ক্ষী ‘গিগা প্রকল্পগুলোর’ মধ্যে একটি।
বর্তমানে দেশটির পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড (পিআইএফ) ব্যয় নিয়ন্ত্রণ এবং অগ্রাধিকারের ভিত্তিতে বিভিন্ন প্রকল্প পর্যালোচনা করছে। তেলের দাম প্রত্যাশিত মাত্রার নিচে থাকায় সরকারি ব্যয়ের ওপর চাপ বৃদ্ধি পাওয়ায় ‘মুকাব’ স্থগিত করা হয়েছে। দেশের প্রাধান্য বর্তমানে ২০৩০ সালের ওয়ার্ল্ড এক্সপো, ২০৩৪ ফুটবল বিশ্বকাপের অবকাঠামো উন্নয়ন, ৬০ বিলিয়ন ডলারের দিরিয়াহ সাংস্কৃতিক অঞ্চল এবং কিদ্দিয়া পর্যটন মেগা প্রকল্পে রয়েছে।
প্রকল্পটি ছিল ৪০০ মিটার বাই ৪০০ মিটার আয়তনের ধাতব ঘনক, যার ভিতরে থাকত বিশাল গম্বুজ ও কৃত্রিম বুদ্ধিমত্তা-নিয়ন্ত্রিত প্রদর্শনী ব্যবস্থা। ৩০০ মিটারের বেশি উচ্চতার ধাপযুক্ত কাঠামো থেকে দর্শনার্থীরা পুরো ভবন উপভোগ করতে পারতেন। প্রকল্পের মাটি খনন ও পাইলিংয়ের পরবর্তী সব কাজ বর্তমানে স্থগিত রয়েছে, যদিও আশপাশের আবাসিক ও বাণিজ্যিক উন্নয়ন কাজ চলবে। মুকাব ভবন এত বিশাল হওয়ার কথা ছিল যে, এর ভিতরে ২০টি এম্পায়ার স্টেট বিল্ডিং অনায়াসে স্থান পেত এবং প্রায় ২০ লাখ বর্গমিটার অভ্যন্তরীণ ফ্লোর স্পেস থাকত।
রিয়েল এস্টেট পরামর্শক প্রতিষ্ঠান নাইট ফ্র্যাঙ্কের মতে, পুরো নিউ মুরাব্বা প্রকল্পে ব্যয় হতে পারে প্রায় ৫০ বিলিয়ন ডলার। মূলত ২০৩০ সালের মধ্যে প্রকল্পটি শেষ করার পরিকল্পনা থাকলেও এখন সময়সীমা বাড়িয়ে ২০৪০ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
সিএ/এসএ


