রাশিয়ার সাকহালিন দ্বীপে সম্প্রতি আকাশে এক অদ্ভুত দৃশ্য দেখা গেছে। স্থানীয় বাসিন্দারা একই সময় আকাশে একাধিক সূর্যের মতো আলোর উপস্থিতি লক্ষ্য করেন। বিরল এই দৃশ্য দেখে অনেকেই বিস্মিত হয়ে পড়েন এবং মুহূর্তটি ক্যামেরাবন্দিও করেন।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোর খবরে জানানো হয়েছে, ঘটনাটি কোনো ভৌতিক বা অস্বাভাবিক বিষয় নয়; এটি একটি স্বাভাবিক প্রাকৃতিক ঘটনা। বিজ্ঞানীরা একে ‘সানডগ’ বলে ব্যাখ্যা করেছেন। সানডগ মূলত একটি বায়ুমণ্ডলীয় অপটিক্যাল প্রভাব, যা অনেক সময় ‘মক সান’ বা ‘পারহেলিয়া’ নামেও পরিচিত।
বিশেষজ্ঞদের মতে, সানডগ হলো উজ্জ্বল আলোর একটি প্যাচ, যা প্রকৃত সূর্যের বাম বা ডান পাশে, কখনও আবার উভয় পাশেই দেখা যেতে পারে। গ্রিক ভাষা থেকে আসা ‘পারহেলিয়া’ শব্দের অর্থ ‘সূর্যের সঙ্গে’, যা এই আলোক বিভ্রমের সঙ্গে পুরোপুরি মানানসই।
তারা আরও জানান, সাকহালিন অঞ্চলে তাপমাত্রা অত্যন্ত কমে যাওয়ায় বাতাসে সূক্ষ্ম বরফের স্ফটিক তৈরি হয়েছে। এই বরফের স্ফটিকের সঙ্গে সূর্যের আলো প্রতিসরিত হয়ে এমন বিভ্রম সৃষ্টি করেছে। বাস্তবে আকাশে একটি সূর্যই ছিল, তবে আলোর প্রতিফলনের কারণে তা একাধিক সূর্যের মতো দেখা গেছে।
রাশিয়ার জাতীয় আবহাওয়া পরিষেবার তথ্য অনুযায়ী, সানডগ আলোক প্রভাবের একটি বৃহত্তর পরিবারের অংশ। এই পরিবারের মধ্যে সূর্যের প্রভা ও চাঁদের প্রভাও অন্তর্ভুক্ত, যা বায়ুমণ্ডলের উচ্চস্তরে থাকা বরফের স্ফটিকের সঙ্গে সূর্যের আলোর মিথস্ক্রিয়ার ফলে সৃষ্টি হয়।
সিএ/এসএ


