বাংলাদেশ ও কাতারের সঙ্গে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার আগ্রহ প্রকাশ করেছে পাকিস্তান। বাণিজ্য, অর্থনৈতিক সহযোগিতা এবং আঞ্চলিক স্থিতিশীলতা জোরদারে একসঙ্গে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এ বিষয়ে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে টেলিফোনে আলোচনা করেছেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।
স্থানীয় সময় রোববার (২৫ জানুয়ারি) দুই শীর্ষ কূটনীতিকের মধ্যে এই ফোনালাপ অনুষ্ঠিত হয়। পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে দ্য ন্যাশনের প্রতিবেদনে বলা হয়েছে, আলোচনায় পাকিস্তান-বাংলাদেশ সম্পর্কের সামগ্রিক অবস্থা পর্যালোচনা করা হয়। বিশেষভাবে দুই দেশের মধ্যে বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
ফোনালাপে আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু নিয়েও মতবিনিময় করেন ইসহাক দার ও মো. তৌহিদ হোসেন। অভিন্ন স্বার্থ এগিয়ে নেওয়া, আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করা এবং এ লক্ষ্যে নিয়মিত কূটনৈতিক যোগাযোগ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
উভয় পক্ষ বর্তমান আঞ্চলিক ও বৈশ্বিক পরিস্থিতি নিয়েও আলোচনা করেন। তারা মত দেন, শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে টেকসই সম্পৃক্ততা ও সহযোগিতা আরও বাড়ানো প্রয়োজন।
চলতি মাসে এটি ছিল ইসহাক দার ও তৌহিদ হোসেনের তৃতীয় টেলিফোনালাপ। এর আগে, চলতি মাসের শুরুতে বহুপক্ষীয় একটি ফোরামের সাইডলাইনে সৌদি আরবের জেদ্দায় তাদের মধ্যে সরাসরি সাক্ষাৎও হয়।
এদিকে পৃথক আরেকটি ফোনালাপে পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ইসহাক দার কাতারের প্রতিমন্ত্রী ড. মোহাম্মদ বিন আবদুল আজিজ আল-খুলাইফির সঙ্গে কথা বলেন। আলোচনায় পাকিস্তান-কাতার দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার, পারস্পরিক আগ্রহের বিষয় এবং চলমান আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে মতবিনিময় করা হয়।
সূত্র: দ্য ন্যাশন
সিএ/এসএ


