মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, শুক্রবার পূর্ব প্রশান্ত মহাসাগরে একটি সন্দেহভাজন মাদক পাচারকারী নৌকার ওপর হামলা চালিয়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় একজন ব্যক্তি জীবিত রয়েছেন বলে জানিয়েছে মার্কিন সাউদার্ন কমান্ড।
মার্কিন সাউদার্ন কমান্ড জানিয়েছে, পিট হেগসেথের নির্দেশে জয়েন্ট টাস্কফোর্স ‘সাউদার্ন স্পিয়ার’ সন্দেহভাজন সন্ত্রাসী ও মাদকবাহী নৌকার ওপর প্রাণঘাতী সামরিক অভিযান পরিচালনা করেছে। মার্কিন কোস্ট গার্ড সিএনএনকে জানিয়েছে, তারা সাউদার্ন কমান্ডের কাছ থেকে বিষয়টি অবহিত হয়েছে এবং জীবিত ব্যক্তিকে উদ্ধার করতে অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম সমন্বয় করছে।
‘অপারেশন সাউদার্ন স্পিয়ার’ নামের এই অভিযানের অংশ হিসেবে সন্দেহভাজন মাদকবাহী নৌকাগুলোর ওপর হামলায় এখন পর্যন্ত অন্তত ১১৭ জন নিহত হয়েছেন। ট্রাম্প প্রশাসন জানিয়েছে, অভিযানের মূল লক্ষ্য হচ্ছে যুক্তরাষ্ট্রে মাদকের প্রবাহ কমানো।
চলতি বছরে এই ধরনের হামলার সংখ্যা কিছুটা কমেছে। সর্বশেষ ৩১ ডিসেম্বর দুটি নৌকায় হামলা চালানো হয়, যাতে পাঁচজন নিহত হন।
শুক্রবারের এই হামলা এমন এক সময়ে ঘটেছে, যখন এর আগে মার্কিন সামরিক অভিযান ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোকে কারাকাস থেকে আটক করে নিউ ইয়র্কে আনার মাধ্যমে তার বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ আনা হয়। মাদুরো এ মাসের শুরুতে অভিযোগ অস্বীকার করে নিজেকে নির্দোষ দাবি করেন।
মার্কিন কর্মকর্তারা প্রকাশ্যে জানিয়েছেন, নৌকায় হামলা এবং ক্যারিবীয় অঞ্চলে সামরিক শক্তি বৃদ্ধি করার উদ্দেশ্য হলো যুক্তরাষ্ট্রে মাদকের প্রবাহ রোধ করা। তবে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা গোপনে স্বীকার করেছিলেন, এই চাপ সৃষ্টি করার আরেকটি লক্ষ্য ছিল মাদুরোকে ক্ষমতা থেকে সরানো।
সিএ/এএ


