ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ঘোষণা দিয়েছেন, ইরানকে তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি পুনর্গঠন করতে কোনোভাবেই দেওয়া হবে না। গত সোমবার আইনপ্রণেতাদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এই হুঁশিয়ারি উচ্চারণ করেন। তাঁর ভাষায়, ইসরায়েল ইরানের সামরিক সক্ষমতা পুনরুদ্ধারের যেকোনো প্রচেষ্টা কঠোরভাবে প্রতিহত করবে।
নেতানিয়াহু বলেন, ‘আমরা ইরানকে তাদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের শিল্প পুনর্গঠন করতে দেব না। আর অবশ্যই তাদের পারমাণবিক কর্মসূচি আবার শুরু করতে দেব না, যেটির ব্যাপক ক্ষতি আমরা করেছি।’ একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, ‘যদি আমাদের ওপর হামলা চালানো হয়, তবে ইরানের জন্য এর পরিণতি হবে অত্যন্ত ভয়াবহ।’
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে একই ধরনের হুমকি দেওয়ার কয়েক দিনের মধ্যেই ইসরায়েলি প্রধানমন্ত্রীর এই বক্তব্য এলো। গত সপ্তাহে ওয়াশিংটনে ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকের পর ট্রাম্প প্রকাশ্যে ইরানের পরমাণু ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি ‘নির্মূল’ করার কথা বলেন।
ইসরায়েলের দাবি, গত বছরের জুনে দুই দেশের মধ্যে ১২ দিনের সংঘাতের সময় ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রভান্ডার এবং একাধিক গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়। সেই ক্ষতির পর ইরান যেন আবার সামরিক ও পারমাণবিক সক্ষমতা পুনর্গঠন করতে না পারে, সে বিষয়টি নিশ্চিত করতেই ইসরায়েল ও যুক্তরাষ্ট্র উভয় দেশই কঠোর অবস্থান নিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকেরা।
সিএ/এসএ


