ভেনেজুয়েলার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মাদক পাচারের অভিযোগে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি ফেডারেল আদালতে হাজির করা হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ৭টার কিছু পরে ব্রুকলিনের একটি আটক কেন্দ্র থেকে মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে সশস্ত্র পাহারায় হেলিকপ্টারে করে ম্যানহাটনের ফেডারেল আদালতে নেওয়া হয়। সেখানে দুপুর ১২টায় তাদের প্রাথমিক শুনানি শুরু হয়।
মার্কিন কর্তৃপক্ষের অভিযোগ, নিকোলাস মাদুরো একটি আন্তর্জাতিক কোকেন পাচার নেটওয়ার্ক তদারকি করতেন। অভিযোগপত্র অনুযায়ী, এই নেটওয়ার্কটি মেক্সিকোর সিনালোয়া ও জেতাস কার্টেল, কলম্বিয়ার ফার্ক বিদ্রোহী গোষ্ঠী এবং ভেনেজুয়েলার অপরাধী চক্র ট্রেন ডি আরাগুয়ার সঙ্গে অংশীদারিত্বের ভিত্তিতে পরিচালিত হতো।
তবে ৬৩ বছর বয়সী মাদুরো শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছেন। তার দাবি, ভেনেজুয়েলার তেল সম্পদের ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার লক্ষ্যেই যুক্তরাষ্ট্রের সাম্রাজ্যবাদী শক্তিগুলো তার বিরুদ্ধে বানোয়াট অভিযোগ সাজিয়েছে।
বিশ্লেষকদের মতে, ১৯৮৯ সালে পানামায় মার্কিন আগ্রাসনের পর লাতিন আমেরিকায় এটিই সবচেয়ে বড় মার্কিন হস্তক্ষেপ। গত শনিবার মার্কিন স্পেশাল ফোর্সের সদস্যরা হেলিকপ্টারে করে কারাকাসে অভিযান চালিয়ে মাদুরোর নিরাপত্তা বলয় ভেঙে তার সেফ রুম থেকে তাকে আটক করে।
এদিকে মাদুরোকে আটক করতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই নজিরবিহীন অভিযানের বৈধতা নিয়ে জাতিসংঘে আলোচনা শুরুর প্রস্তুতি চলছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে।
অন্যদিকে ভেনেজুয়েলায় মাদুরোর স্থলাভিষিক্ত হওয়া অন্তর্বর্তীকালীন নেতা চলমান সংকট মোকাবিলায় তুলনামূলকভাবে নমনীয় অবস্থান গ্রহণ করেছেন বলে জানা গেছে।
সিএ/জেএইচ


