ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা নতুন একটি আন্তর্জাতিক টুর্নামেন্ট চালুর ঘোষণা দিয়েছে। টুর্নামেন্টটির নাম রাখা হয়েছে ‘ফিফা সিরিজ ২০২৬’। আগামী বছরের মার্চ ও এপ্রিলে আন্তর্জাতিক বিরতির সময়ে এই প্রতিযোগিতা মাঠে গড়াবে।
ফিফার মতে, ‘ফিফা সিরিজ ২০২৬’ মূলত কম পরিচিত এবং তুলনামূলকভাবে দুর্বল ফুটবল খেলুড়েদের উন্নয়ন ত্বরান্বিত করাই লক্ষ্য। টুর্নামেন্টে পুরুষ ও নারী উভয় দল অংশগ্রহণ করবে। পুরুষ দলের ম্যাচগুলো আয়োজন করা হবে অস্ট্রেলিয়া, আজারবাইজান, ইন্দোনেশিয়া, কাজাখস্তান, মরিশাস, পুয়ের্তো রিকো, রুয়ান্ডা ও উজবেকিস্তানে। নারী দলের ম্যাচ আয়োজন হবে ব্রাজিল, থাইল্যান্ড এবং আইভরি কোস্টে।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেন, এই টুর্নামেন্ট ফুটবলের বৈচিত্র্য ও সর্বজনীনতা আরও বিস্তৃতভাবে তুলে ধরবে। তিনি আরও বলেন, ‘ফিফা সিরিজের মূল উদ্দেশ্য হলো খেলোয়াড়, কোচ ও ভক্তদের জন্য নতুন সুযোগ সৃষ্টি করা। প্রতিযোগিতামূলক ম্যাচের মাধ্যমে ফুটবলের বৈচিত্র্য ও সর্বজনীনতা তুলে ধরা হবে।’
ফিফা জানিয়েছে, প্রতিযোগিতায় বিভিন্ন মহাদেশীয় সংস্থার দলগুলো একে অপরের সঙ্গে প্রীতি ম্যাচের মাধ্যমে মুখোমুখি হবে। এতে আন্তর্জাতিক সূচিতে নতুন ম্যাচ যোগ না করেই দলগুলো গুরুত্বপূর্ণ প্রতিযোগিতামূলক অভিজ্ঞতা অর্জন করবে। ২০২৬ সালের শুরুতে টুর্নামেন্টের আরও বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে।
সিএ/এমআরএফ


