এল ক্লাসিকো ম্যাচ চলাকালীন হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছেন রিয়াল মাদ্রিদের এক কট্টর সমর্থক। বার্সেলোনার বিপক্ষে ২-১ গোলের জয়ে উল্লাসে মেতে ওঠার কথা থাকলেও, মাঠেই জীবন হারালেন ইসরায়েলি সমর্থক ইগল ব্রডকিন।
অল ফুটবল, ডেইলি স্পোর্টসসহ একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, ম্যাচের ৫২ মিনিটে কিলিয়ান এমবাপ্পে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হওয়ার পরই ব্রডকিন হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। দ্রুত তাকে লা পাজ হাসপাতালে নেওয়া হলেও চিকিৎসকরা তাকে আর বাঁচাতে পারেননি।
ব্রডকিনের ছেলে জানান, তার বাবা ছিলেন আজীবন রিয়াল মাদ্রিদের অনুরাগী। পরিবারের সবাইকে ক্লাবটির সমর্থক করে তুলেছিলেন তিনি। প্রায় সব ম্যাচই পরিবারের সঙ্গে বসে দেখতেন তারা।
ব্রডকিনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে আগামী ৫ নভেম্বর চ্যাম্পিয়নস লিগে লিভারপুলের বিপক্ষে ম্যাচে এক মিনিট নীরবতা পালন করবে রিয়াল মাদ্রিদের সমর্থকরা।
সিএ/এমআরএফ


