ফুটবল মাঠ এবং মাঠের বাইরে উভয় ক্ষেত্রেই চমক দেখাচ্ছে আর্জেন্টিনা, আর বিপরীত চিত্র পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের। ফিফার নতুন হালনাগাদকৃত র্যাংকিংয়ে আর্জেন্টিনা উন্নতি করেছে, তবে ব্রাজিলের অবস্থান অবনতিতে গেছে।
আর্জেন্টিনার উন্নতি
নতুন র্যাংকিংয়ে আর্জেন্টিনা এক ধাপ এগিয়ে ২ নম্বরে অবস্থান করছে। তারা ১৮৭০.৩২ পয়েন্ট থেকে বেড়ে ১৮৭২.৪৩ পয়েন্ট অর্জন করেছে। আর্জেন্টিনার উত্থান মূলত গত সপ্তাহে খেলা দুই প্রীতি ম্যাচে ভেনেজুয়েলা (১-০) ও পুয়ের্তো রিকো (৬-০) হারার ফল। দেশটির শক্তিশালী মূল দল এবং যুব দল উভয়েই সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে।
ব্রাজিলের অবনতি
অন্যদিকে, ব্রাজিলের অবস্থা মারাত্মকভাবে কঠিন। নতুন র্যাংকিংয়ে ২.৭৫ পয়েন্ট কমে তারা ৬ থেকে ৭ নম্বরে নেমেছে। প্রীতি ম্যাচে জাপানের বিরুদ্ধে জয় পাননি সেলেসাওরা। বিশ্বকাপ বাছাইয়ে ব্রাজিলকে টিকিট নিশ্চিত করতেও হিমশিম খেতে হয়েছে। যুব দলের পারফরম্যান্সও হতাশাজনক; যুব বিশ্বকাপে তারা কোনও ম্যাচ জিততে পারেনি।
বাংলাদেশের র্যাংকিং
এছাড়া, বাংলাদেশের জাতীয় ফুটবল দলও সামান্য উন্নতি করেছে। ১৮৪ থেকে ১৮৩ নম্বরে উঠে এসেছে। তবে র্যাংকিংয়ে যদিও অবস্থান উন্নত, পয়েন্টে ৫.১৮ কমেছে। এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে খেলা দুই ম্যাচে ৪-৩ গোলে হেরেছে একটিতে এবং ১-১ ড্র করেছে অন্যটিতে।
অন্যান্য দলগুলোর অবস্থান
- শীর্ষস্থান ধরে রেখেছে স্পেন।
- দুবারের বিশ্বচ্যাম্পিয়ন ফ্রান্স এক ধাপ নিচে নেমেছে, ২ থেকে ৩ নম্বরে।
- ইংল্যান্ড ও পর্তুগাল যথাক্রমে ৪ ও ৫ নম্বরে।
- নেদারল্যান্ডস উঠে এসেছে ৬ নম্বরে।
আর্জেন্টিনার এই উন্নতি দেশটিতে উচ্ছ্বাস তৈরি করেছে, যেখানে বিপরীত চিত্রের ব্রাজিলকে এখন নিজেদের অবস্থার পুনর্মূল্যায়ন করতে হবে। আগামী ম্যাচগুলো কেবল বিশ্বকাপ বাছাই নয়, র্যাংকিংয়ের দিক থেকেও গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে।
সিএ/এমআর