বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে নতুন মাইলফলক ছুঁয়েছেন দলের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। শততম টেস্টে ব্যাট হাতে একাধিক রেকর্ড গড়ে এশিয়ার দীর্ঘতম টেস্ট ক্যারিয়ারের তালিকাতেও জায়গা পাকা করেছেন তিনি। এশিয়ার ক্রিকেটারদের মধ্যে শচীন টেন্ডুলকার ও ইমরান খানের পরেই আছেন বাংলাদেশের এই তারকা ক্রিকেটার।
মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত শততম টেস্টের প্রথম ইনিংসে সেঞ্চুরি করে এলিট তালিকায় নাম লেখান মুশফিক। এরপর দ্বিতীয় ইনিংসে ফিফটি তুলে নিয়ে যোগ করেন আরও একটি বড় অর্জন। বিশ্বের মাত্র দ্বিতীয় ব্যাটার হিসেবে নিজের শততম টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি ও অন্তত ফিফটি করার কীর্তি গড়লেন তিনি। এতদিন এ রেকর্ড ছিল কেবল অস্ট্রেলিয়ার রিকি পন্টিংয়ের দখলে।
২০০৬ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শততম টেস্টে পন্টিং করেছিলেন প্রথম ইনিংসে ১২০ ও দ্বিতীয় ইনিংসে অপরাজিত ১৪৩ রান। দুই ইনিংসেই সেঞ্চুরি করা একমাত্র ব্যাটার হিসেবে রেকর্ডটি এখনও তারই দখলে। ইনিংস ঘোষণা হওয়ায় দ্বিতীয় ইনিংসে ৫৩ রানে অপরাজিত থাকেন মুশফিক। ফলে পন্টিংয়ের পাশে বসার সুযোগটা অল্পের জন্য হাতছাড়া হয়।
দুই ইনিংস মিলে মুশফিকের সংগ্রহ ১৫৯ রান। শততম টেস্টে সবচেয়ে বেশি রান করা ব্যাটারদের তালিকায় পাঁচে তিনি। শীর্ষে পন্টিং (২৬৩), এরপর জো রুট (২৫৮), ইনজামাম উল হক (২১৫) ও ডেভিড ওয়ার্নার (২০০)।
শুধু তাই নয়, শততম টেস্টে সেঞ্চুরি করা ক্রিকেটারদের তালিকায়ও যুক্ত হলো মুশফিকের নাম। বিশ্বের মাত্র আটজন উইকেটকিপার ১০০ বা তার বেশি টেস্ট খেলেছেন। আর মোট ৮৪ জন ক্রিকেটার ছুঁয়েছেন ১০০ টেস্টের মাইলফলক। তাদের মধ্যে ১১তম ব্যাটার হিসেবে শততম টেস্টে সেঞ্চুরি করলেন তিনি।
সিএ/এমআরএফ


