বাংলাদেশের টেস্ট ইতিহাসে নতুন মাইলফলক ছুঁয়েছেন বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। আয়ারল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্টে দ্বিতীয় ইনিংসে ওপেনার অ্যান্ডি বালবার্নিকে আউট করেই তিনি সাকিব আল হাসানকে টপকে দেশের সর্বোচ্চ টেস্ট উইকেটশিকারির রেকর্ড নিজের করে নেন। তার ঝুলিতে এখন টেস্টে মোট ২৪৭টি উইকেট।
এর আগে প্রথম ইনিংসে চার উইকেট তুলে নিয়ে টেস্টে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ২৪৬টি উইকেট নেওয়ার সাকিবের রেকর্ডের সঙ্গে যৌথভাবে নাম লেখান তাইজুল। প্রত্যাশা ছিল খুব দ্রুতই তিনি রেকর্ডটি ভেঙে এককভাবে শীর্ষে উঠবেন। সেই অপেক্ষার অবসান হলো দ্বিতীয় ইনিংসেই। আইরিশ অধিনায়ক বালবার্নি লেগ বিফোর উইকেটে বিদায় নিতেই নতুন ইতিহাসের জন্ম দেন বাংলাদেশের এই ডানহাতি স্পিনার।
বাংলাদেশ দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ২৯৭ রান করে ইনিংস ঘোষণা করার পর আয়ারল্যান্ডের সামনে দাঁড়ায় ৫০৯ রানের বিশাল লক্ষ্য। সেই লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই উইকেট হারিয়ে চাপে পড়ে অতিথিরা। বালবার্নিকে ফেরানোর পর তাইজুল তুলে নেন পল স্টার্লিংয়ের উইকেটও।
তাইজুলের এই অর্জন বাংলাদেশের টেস্ট ক্রিকেটে নতুন আত্মবিশ্বাস যোগ করবে বলে মনে করছেন ক্রিকেটবিশেষজ্ঞরা। দলের হয়ে দীর্ঘদিন ধরে নিয়মিত পারফরম্যান্স করে আসা এই স্পিনারের হাতেই এখন দেশের টেস্ট বোলিং রেকর্ডের শীর্ষস্থান।
সিএ/এমআরএফ


