Monday, January 12, 2026
14.3 C
Dhaka

বাংলাদেশের রেকর্ড রান; ২৪ রানে ৪ উইকেট হারিয়ে কোণঠাসা আয়ারল্যান্ড

দেশের মাটিতে টেস্টে রেকর্ড সংগ্রহ গড়ে নিজেদের দাপটের আরেকটি দিন পার করল বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে চলমান একমাত্র টেস্টের তৃতীয় দিনের খেলা শেষে সফরকারী আয়ারল্যান্ডকে কোণঠাসা করে দিয়েছে নাজমুল হোসেন শান্তর দল।

বাংলাদেশ ১৪১ ওভারে ৮ উইকেটে ৫৮৭ রানে ইনিংস ঘোষণা করে, যা টেস্ট ইতিহাসে দেশের তৃতীয় সর্বোচ্চ ও নিজেদের মাঠে সর্বোচ্চ দলীয় সংগ্রহ। এর আগে বাংলাদেশ কখনও সিলেটে পাঁচশো রানের মাইলফলক স্পর্শ করতে পারেনি। প্রথম ইনিংসে আয়ারল্যান্ড করেছিল ২৮৬ রান। ফলে ৩০১ রানের বিশাল লিড পায় স্বাগতিকরা।

তবে দ্বিতীয় ইনিংসে ব্যাট হাতে ভয়াবহ শুরু হয়েছে আইরিশদের। ২৪ রানের মধ্যেই তারা হারায় ৪ উইকেট। দিন শেষে তাদের সংগ্রহ ৫ উইকেটে ৮৬ রান, এখনো পিছিয়ে ২১৫ রানে। ব্যাট হাতে দাঁড়িয়ে আছেন অ্যান্ডি ম্যাকব্রাইন (৪*) ও নাইটওয়াচম্যান ম্যাথু হামফ্রেস (০*)।

দিনের শুরুতে বাংলাদেশ ইনিংসের বাকি অংশে রেকর্ডের পর রেকর্ড গড়ে। ওপেনার মাহমুদুল হাসান জয় ২৮৬ বল খেলে ১৪ চার ও ৪ ছক্কায় করেন ১৭১ রান—যা তার ক্যারিয়ারসেরা ইনিংস। অধিনায়ক শান্তও খেলেন ১০০ রানের দারুণ ইনিংস। এছাড়া মুমিনুল হক (৮২), সাদমান ইসলাম (৬৫) ও লিটন দাস (৬০) দলের সংগ্রহ সমৃদ্ধ করেন। ব্যাটিংয়ের এই ধারাবাহিকতাই বাংলাদেশকে ইতিহাসে প্রথমবারের মতো টেস্টে টপ অর্ডারের চার ব্যাটারের ফিফটির অনন্য রেকর্ড এনে দেয়।

দিনের প্রথম সেশনেই আয়ারল্যান্ডের জন্য সবকিছু উল্টে যায়। দ্বিতীয় দিনের শেষে ১ উইকেটে ৩৩৮ রানে থাকা বাংলাদেশ সকালে নতুন বলে প্রথম আঘাত খায় ব‍্যারি ম্যাককার্থির বলে। ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির পথে থাকা জয় উইকেটরক্ষকের হাতে ক্যাচ দিয়ে ফিরলে ভাঙে ১৭৩ রানের জুটি। পরের ওভারেই একই বোলারের শিকার হন মুমিনুল। এরপর মুশফিকুর রহিম মাত্র ২৩ রানে ফিরে গেলে কিছুটা ধস নামলেও শান্ত ও লিটনের ১০৭ বলের ৯৮ রানের জুটি আবারও দলকে দৃঢ় করে।

ফিফটির পর আক্রমণাত্মক খেলতে গিয়ে লিটন আউট হলে শান্ত সেঞ্চুরি পূর্ণ করেন ১১২ বল মোকাবিলায়। তবে শতক হাঁকানোর পরপরই এলবিডব্লিউ হয়ে সাজঘরে ফেরেন তিনি। বাকি ব্যাটারদের মধ্যে মেহেদী হাসান মিরাজ ১৭ রান করে ফিরলে ইনিংস ঘোষণা করেন শান্ত।

আয়ারল্যান্ডের ইনিংসে শুরুতেই তাণ্ডব চালান নাহিদ রানা। ইনিংসের চতুর্থ ওভারে কেড কারমাইকেলকে (৫) বোল্ড করে প্রথম সাফল্য এনে দেন তিনি। এরপর তাইজুল ইসলাম ১৮ রানে হ্যারি টেক্টরকে এলবিডব্লিউ করেন। কুর্টিস ক্যাম্ফার (৫) ও লরকান টাকার (৯) টানা দুই ওভারে তুলে নেন তরুণ স্পিনার হাসান মুরাদ।

শেষ বিকেলে ম্যাকব্রাইন ও হামফ্রেস রক্ষণাত্মক ব্যাটিংয়ে দিনের খেলা টেনে নেন। তবে চতুর্থ দিনে বাংলাদেশি বোলাররা আবারও উইকেটের খোঁজে নামবেন এবং ম্যাচটি ইনিংস ব্যবধানে জয়ের হাতছানি দিচ্ছে শান্তর দলকে।

সিএ/এমআরএফ

spot_img

আরও পড়ুন

এআই: মানব মস্তিষ্কের প্রতিদ্বন্দ্বী নাকি সহায়ক?

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মানবসভ্যতার অগ্রগতিতে যুক্ত...

হজ ফ্লাইট নিয়ে ধর্ম মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা

চলতি বছরের হজ কার্যক্রম নির্বিঘ্ন ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে...

৯২ বছরের ইতিহাসে এফএ কাপে সর্বোচ্চ গোলে জয় ম্যানচেস্টার সিটির

এফএ কাপের ইতিহাসে ৯২ বছর পর আবারও সর্বোচ্চ গোলের...

তুর্কি উসমানি সুলতানদের ঐতিহ্যের নিদর্শন তোপকাপি প্রাসাদ

তুরস্কের উসমানি সুলতানরা একসময় মক্কা, মদিনা, বাগদাদ ও জেরুজালেমসহ...

ভয়েস ক্লোনিং প্রতারণা থেকে বাঁচতে যা জানা জরুরি

এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার এখন প্রায় সব ক্ষেত্রেই...

সম্পর্ক উন্নয়নের জন্য ভদ্রতার ৮ কার্যকর কৌশল

আজকের তাড়াহুড়োপূর্ণ জীবনযাত্রায় ভদ্র, সহানুভূতিশীল এবং প্রিয় ব্যক্তি হিসেবে...

ত্বকের ক্ষতি রোধে এড়িয়ে চলুন এই পাঁচটি জিনিস

মুখের ত্বকের যত্নের জন্য আমরা নানা ধরনের উপকরণ ব্যবহার...

শিক্ষাপ্রতিষ্ঠানে নির্বাচনী সভা-সমাবেশ নিষিদ্ধ

শিক্ষাপ্রতিষ্ঠানকে নির্বাচনী বা যে কোনো ধরনের সভা, সমাবেশ ও...

ভোর, দুপুর, সন্ধ্যা: শীতে কবে ব্যায়াম করা নিরাপদ

শীতকাল শরীরচর্চার জন্য এক আদর্শ সময় হলেও, এ সময়ে...

মানুষ কেন আকাশের দিকে তাকিয়ে প্রার্থনা করে

প্রকৃতির নির্জন নিস্তব্ধতায়, রাতের আকাশে অগণিত নক্ষত্র মিটমিট করে...

ইসলামে অধিকারবোধ: আল্লাহর হক বনাম বান্দার হক

ইসলাম মানুষের জীবনকে দুটি গুরুত্বপূর্ণ অধিকারের ওপর প্রতিষ্ঠিত করেছে—আল্লাহর...

আজানের জবাব দেয়ার নিয়ম ও ফজিলত

আজান একটি আরবি শব্দ। এর অর্থ ডাকা বা আহ্বান...

নীরব ইবাদতেই লুকিয়ে আছে বড় প্রতিদান

অনেকের ধারণায় ইবাদত বলতে মূলত চোখে দেখা যায়—এমন আমলকেই...

জান্নাতের পথে সহায়ক সুরা বাকারার শেষ দুটি আয়াত

পবিত্র কোরআনের দ্বিতীয় সুরা বাকারা শেষ দুই আয়াতে এক...
spot_img

আরও পড়ুন

এআই: মানব মস্তিষ্কের প্রতিদ্বন্দ্বী নাকি সহায়ক?

আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মানবসভ্যতার অগ্রগতিতে যুক্ত হওয়া সর্বশেষ ও সবচেয়ে আলোচিত প্রযুক্তি। আজকের এআই শুধু হিসাব-নিকাশেই সীমাবদ্ধ নয়— এটি মানুষের মতো...

হজ ফ্লাইট নিয়ে ধর্ম মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা

চলতি বছরের হজ কার্যক্রম নির্বিঘ্ন ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে হজ ফ্লাইট পরিচালনায় নতুন নির্দেশনা দিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানিয়েছে, আগামী ১৮ এপ্রিল থেকে...

৯২ বছরের ইতিহাসে এফএ কাপে সর্বোচ্চ গোলে জয় ম্যানচেস্টার সিটির

এফএ কাপের ইতিহাসে ৯২ বছর পর আবারও সর্বোচ্চ গোলের ব্যবধানে জয় পেল ম্যানচেস্টার সিটি। ইংলিশ ফুটবলের ঐতিহ্যবাহী এই প্রতিযোগিতায় পেপ গার্দিওলার দল তৃতীয় বিভাগের...

তুর্কি উসমানি সুলতানদের ঐতিহ্যের নিদর্শন তোপকাপি প্রাসাদ

তুরস্কের উসমানি সুলতানরা একসময় মক্কা, মদিনা, বাগদাদ ও জেরুজালেমসহ দক্ষিণ-পূর্ব ইউরোপ, রাশিয়া, পশ্চিম এশিয়া, উত্তর-পূর্ব আফ্রিকা ও মধ্যপ্রাচ্যের বিস্তীর্ণ অঞ্চল শাসন করতেন। সেই বিশাল...
spot_img