গত জুনে কলম্বো টেস্টের পর টেস্ট দলের নেতৃত্ব ছাড়লেও আবারও টেস্ট অধিনায়ক হিসেবে দায়িত্ব নিচ্ছেন নাজমুল হোসেন শান্ত। আয়ারল্যান্ডের বিপক্ষে দুই টেস্টের সিরিজ শুরুর আগে নাটকীয়ভাবে তিনি টেস্ট অধিনায়কত্বে ফিরেছেন। আগামীকাল (১১ নভেম্বর) সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্ট শুরু হবে।
ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে শান্ত জানান, আগেরবার তিন ফরম্যাটে আলাদা অধিনায়ক থাকায় নিজে থেকেই নেতৃত্ব ছেড়েছিলেন। তিনি বলেন, “তিন ফরম্যাটে আলাদা ক্যাপ্টেন থাকায় আমি সরে গিয়েছিলাম। এখন বোর্ডের সঙ্গে আলোচনা করে সব পরিষ্কার ও নিশ্চিত হয়েছে। আশা করি কোনো সমস্যা হবে না, হলে বোর্ড পাশে থাকবে। বাকি দুই ক্যাপ্টেনের সঙ্গেও কথা হয়েছে, তাই এখন সব ঠিক আছে।”
অধিনায়কত্বে ফেরার কারণ নিয়ে শান্ত আরও বলেন, “মাঝের সময়টা ভালো কেটেছে। এবার বোর্ডের যোগাযোগ ও তাদের আচরণ আমার ভালো লেগেছে। আমার চেয়ে দল বড়—এই ভাবনা থেকেই আমি ফিরেছি।”
এদিকে, আয়ারল্যান্ড সিরিজের দুই টেস্টে খেললে দ্বিতীয় টেস্ট (১৯ নভেম্বর, মিরপুর) হবে মুশফিকুর রহিমের শততম টেস্ট। প্রথম বাংলাদেশি হিসেবে এই মাইলফলক স্পর্শ করবেন ‘মিস্টার ডিপেন্ডেবল’ মুশফিক। শান্ত বলেন, “মুশফিক ভাইকে নিয়ে আলাদা আনন্দ কাজ করছে। তার অভিজ্ঞতা আমাদের জন্য বড় সম্পদ। আমরা চাই দুই টেস্টই জিতে তার শততম টেস্ট একসঙ্গে উদযাপন করতে।”
সিএ/এমআরএফ


