বাংলাদেশের বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম প্রথমবারের মতো দেশের বাইরে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে দল পেয়েছিলেন। এসএ টোয়েন্টির এবারের আসরে ডারবান সুপার জায়ান্টসের হয়ে খেলার কথা থাকলেও শেষ পর্যন্ত তার খেলা হচ্ছে না। ইতোমধ্যেই তাইজুলের বদলি ক্রিকেটারও দলে ভিড়িয়েছে ফ্রাঞ্জাইজিটি।
দক্ষিণ আফ্রিকার এই ফ্রাঞ্চাইজি টুর্নামেন্টে তাইজুলের পরিবর্তে কেন উইলিয়ামসনকে দলে নিয়েছে ডারবান, সে তথ্য জানিয়েছে ভারতীয় ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। সেপ্টেম্বরে অনুষ্ঠিত মেগা নিলামে ডারবান সুপার জায়ান্টস তাইজুলকে ৫ লাখ র্যান্ড (প্রায় ২৮,৮৫৮ মার্কিন ডলার) মূল্যে কিনেছিল। তবে আসন্ন চতুর্থ এসএ২০ সংস্করণে তার আর খেলা হচ্ছে না।
কেভিন উইলিয়ামসন গত মরশুমে ডারবান সুপার জায়ান্টসের হয়ে প্রথমবার এসএ২০ খেলেছিলেন। তিনি দলের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন। আট ম্যাচে ২৩৩ রান করেছিলেন, গড় ৪৬.৬০ ও স্ট্রাইক রেট ১১৮.৮৭। তবে আসরে দলটি টেবিলের তলানিতে থেকে শেষ করেছিল।
উইলিয়ামসনের এই ফিরে আসা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট জগতে তার প্রভাব আরও বাড়াবে। গত মাসে তিনি আইপিএলে লখনউ সুপার জায়ান্টসের স্ট্র্যাটেজিক অ্যাডভাইজার হিসেবে নিযুক্ত হয়েছেন। এছাড়া, তিনি প্রথমবার দ্য হান্ড্রেডে খেলেছেন এবং সাত বছর পর ভাইটালিটি ব্লাস্টে অংশ নিয়েছেন। নিউ জিল্যান্ড ক্রিকেটের সঙ্গে একটি কেসুয়াল চুক্তি করেছেন উইলিয়ামসন, যা তাকে বিদেশে খেলার ক্ষেত্রে স্বাধীনতা দিচ্ছে।
সিএ/এমআরএফ


