চট্টগ্রামের ভিন্ন কন্ডিশনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে ব্যর্থ হয়েছে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। দলীয় ১৬৬ রানের লক্ষ্য তাড়ায় ১৬ রানে হার মানে টাইগাররা। ইনিংসে ব্যক্তিগত সর্বোচ্চ ৩৩ রান করেন সাত নম্বরে নামা তানজিম হাসান সাকিব। ম্যাচ শেষে দলের ব্যাটারদের দায়িত্বহীনতাকেই পরাজয়ের কারণ হিসেবে উল্লেখ করেছেন তিনি।
শুরুর দিকে ৭৭ রানে ৬ উইকেট হারিয়ে প্রায় হারের মুখে পড়ে বাংলাদেশ। তবে নাসুম আহমেদকে নিয়ে সপ্তম উইকেটে ৪০ রানের জুটি গড়েন তানজিম। শেষ পর্যন্ত ১৪৯ রানে অলআউট হয় স্বাগতিকরা। নিজের ব্যাটিং প্রসঙ্গে তানজিম জানান, প্র্যাকটিসে নিয়মিত ব্যাটিং করায় তার আত্মবিশ্বাস বেড়েছে এবং টিম ম্যানেজমেন্টও তাকে রান করার ক্ষমতার ওপর আস্থা রাখে।
তবে ব্যাটারদের দায়িত্বহীনতাই ম্যাচের ফল নির্ধারণ করেছে বলে মনে করেন তিনি। তার ভাষায়, ব্যাটসম্যানরা পাওয়ার প্লেতে অযথা উইকেট হারিয়েছেন। কেউ সেট হয়ে খেলতে পারেননি, যার ফলে ম্যাচের মোড় ঘুরে যায়। তানজিমের মতে, মিডল অর্ডারের খেলোয়াড়দের আরও দায়িত্ব নিয়ে ইনিংস এগিয়ে নেওয়া উচিত ছিল।
মিডল অর্ডারের ধারাবাহিক ব্যর্থতাকে দলীয় সমস্যার অংশ বলেও মন্তব্য করেন তিনি। তানজিম বলেন, তামিম ভালো সূচনা দিলেও বাকিরা সেট হওয়ার আগেই আউট হয়ে গেছেন। তিনি মনে করেন, যদি মিডল অর্ডারের ব্যাটাররা কিছুক্ষণ ক্রিজে টিকে থাকতে পারতেন, তাহলে ম্যাচের ফল অন্যরকম হতে পারত।
সিএ/এমআর


