এশিয়া কাপ চলাকালীন রশিদ খান বলেছেন, আফগানিস্তান এশিয়ার দ্বিতীয় সেরা দল। এ প্রসঙ্গে ব্যাখ্যা দিতে গিয়ে দিন কয়েক আগে রশিদ খান বলেছিলেন, এই তকমা তারা নিজেরা নিজেদের দেননি, দিয়েছে মিডিয়াই। তবে বিষয়টি ব্যাখ্যা দিতে গিয়ে প্রধান কোচ জোনাথন ট্রট স্পষ্ট করেছেন, বর্তমান সময় তাদের সেই জায়গায় নেই।
রোববার (৫ অক্টোবর) সংবাদ সম্মেলনে ট্রট বলেন, “এশিয়ার দ্বিতীয় সেরা দল আমরা বর্তমানে নই। মিডিয়া ও সোশ্যাল মিডিয়ার আলোচনা সবসময় সঠিক নয়। আমাদের আরও উন্নতি করতে হবে। আমি চাই দল সেরা হোক, তবে এজন্য কঠোর পরিশ্রম ও ধারাবাহিক পারফরম্যান্স প্রয়োজন।”
সিরিজের পারফরম্যান্স নিয়ে ট্রট বলেন, “হতাশাজনক ফলাফল। আমরা বাজেভাবে হেরেছি। কিছু পরিবর্তন অবশ্যই দরকার। কয়েকজন খেলোয়াড় না থাকার কারণে তরুণদের সুযোগ দিয়েছি। বিশ্বকাপকে মাথায় রেখে দল সাজানো হচ্ছে। পাকিস্তানে ত্রিদেশীয় সিরিজে আমরা শক্তিশালী দল তৈরি করতে চাই।”
কন্ডিশন বা পরিস্থিতিকে কোনো কারণ মনে করেন না ট্রট। তিনি বলেন, “আমরা গত কয়েক বছরে অনেক ম্যাচ জিতেছি। মূল সমস্যা হলো ভালো ক্রিকেট খেলা হয়নি। খেলোয়াড়দের আত্মবিশ্বাসী রাখা আমার দায়িত্ব। চাপের মধ্যে ভালো খেলতে পারলেই পারফরম্যান্স উন্নত হবে।”
দলের অধিনায়ক রশিদ খানের ভূমিকা নিয়েও ট্রট বলেন, “আন্তর্জাতিক যে কোনো দল রশিদের বিপক্ষে চিন্তিত থাকে। সে উইকেট তুলে দলকে সাপোর্ট করে। অধিনায়ক হিসেবে দায়িত্বশীল এবং মাঠে যথাসাধ্য চেষ্টা করে। তার পারফরম্যান্স বাকিদের অনুপ্রাণিত করে।”
সিএ/এমআর