আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যেই সিরিজ নিশ্চিত করেছে বাংলাদেশ। আজ শারজায় অনুষ্ঠিতব্য তৃতীয় ও শেষ ম্যাচে হোয়াইটওয়াশ করার মিশনে মাঠে নামবে জাকের আলী অনিকের নেতৃত্বাধীন টাইগাররা। বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হবে ম্যাচটি।
সিরিজ জয়ের পর এবার লক্ষ্য পূর্ণাঙ্গ সাফল্য নিয়ে দেশে ফেরা। তাই আজকের ম্যাচে দল কিছু পরিবর্তন আনতে পারে। টিম ম্যানেজমেন্ট সূত্রে জানা গেছে, রিজার্ভ বেঞ্চের শক্তি যাচাই করার এটিই উপযুক্ত সময়। আসন্ন ওয়ানডে সিরিজ সামনে রেখে মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, সাইফ হাসান ও শামীম পাটোয়ারীর মতো ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হতে পারে। তাদের জায়গায় একাদশে নতুন মুখ দেখার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, সিরিজ হেরে গেলেও হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে মরিয়া আফগানিস্তান। শারজার মাঠ তাদের কাছে অনেকটা ঘরের মাঠের মতো পরিচিত হওয়ায় জয়ের জন্য সেরাটাই দেওয়ার প্রত্যাশা স্বাগতিকদের।
বাংলাদেশ ইতোমধ্যেই টানা চতুর্থ টি-টোয়েন্টি সিরিজ নিজেদের করে নিয়েছে। তবে প্রতিপক্ষকে হোয়াইটওয়াশ করার সুযোগ এবারই প্রথম। সর্বশেষ ২০২৪ সালের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজকে ঘরের মাঠে হোয়াইটওয়াশ করেছিল লাল-সবুজেরা। তাই আজকের ম্যাচ জিতে সেই ধারাবাহিকতায় নতুন পালক যোগ করতে চায় টাইগাররা।
সিএ/এমআরএফ