মাইকেল ক্যারিকের ছোঁয়ায় বদলে গেছে ম্যানচেস্টার ইউনাইটেডের খেলার চিত্র। গত সপ্তাহে ম্যানচেস্টার ডার্বি জয়ের পর রোববার (২৫ জানুয়ারি) আর্সেনালকে ৩-২ গোলে হারিয়ে রেড ডেভিলরা শীর্ষ চারে উঠে এসেছে।
আর্সেনালের মাঠ এমিরেটস স্টেডিয়ামে ম্যাচের শুরুতে পিছিয়ে পড়লেও ইউনাইটেড প্রথম হাফেই সমতায় ফেরে। ম্যাচের ২৯ মিনিটে লিসান্দ্রো মার্টিনেজের আত্মঘাতী গোলে এগিয়ে যায় আর্সেনাল। তবে ব্রায়ান এমবোয়েমোর গোলে প্রথম হাফের শেষের দিকে সমতা আসে।
দ্বিতীয় হাফের শুরুতেই ডরগুর এক চমৎকার শটের মাধ্যমে ইউনাইটেড এগিয়ে যায়। আর্সেনাল কিছু সময় পর কর্নার থেকে মারিনোর গোলের মাধ্যমে সমতায় ফেরে। কিন্তু ৮৭তম মিনিটে কুনিয়ার গোল করলে জয় নিশ্চিত হয় ইউনাইটেডের। এই জয়ের ফলে ২৩ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষ চারে উঠে আসে ম্যানচেস্টার ইউনাইটেড। সমান ম্যাচে ৫০ পয়েন্ট নিয়ে আর্সেনাল শীর্ষে, চার পয়েন্ট পিছিয়ে দুইয়ে আছে ম্যানচেস্টার সিটি। প্যালেসকে ৩-১ গোলে হারিয়ে পাঁচ নম্বরে উঠে এসেছে চেলসি।
সিএ/এসএ


