হোবার্টের বেলেরিভ ওভালে বৃষ্টিবিঘ্নিত নকআউট ম্যাচেও বাংলাদেশের তরুণ লেগস্পিনার রিশাদ হোসেনের দল হোবার্ট হারিকেনস চ্যালেঞ্জার পদ নিশ্চিত করেছে। মেলবোর্ন স্টারসের সঙ্গে নকআউট পর্বের ম্যাচে দুই ইনিংস মিলে মাত্র ২০ ওভারও খেলা সম্ভব হয়নি। ডিএলএস মেথডে হোবার্ট হারিকেনস মেলবোর্ন স্টারসকে ৩ রানে হারিয়ে ফাইনাল কোয়ালিফায়ারে উঠেছে।
ম্যাচ শেষে রিশাদ হোসেন তার অফিশিয়াল ফেসবুক পেজে সতীর্থদের সঙ্গে উদযাপনের ছবি পোস্ট করেছেন এবং লিখেছেন, ‘ফাইনাল কোয়ালিফায়ারে এখন তাদের চোখ। আশা করি হারিকেনস পারবে।’
বৃষ্টি কারণে ম্যাচের সময়সূচ্য যথাযথভাবে শুরু হয়নি। বাংলাদেশ সময় দুপুর ২টায় শুরু হওয়ার কথা থাকা ম্যাচ শুরু হয়েছে বিকেল ৪টা ৫ মিনিটে। ৯৫ মিনিট খেলা বন্ধ থাকায় ম্যাচের দৈর্ঘ্য অর্ধেক কমানো হয়েছে। হোবার্ট হারিকেনস ১০ ওভারে ৫ উইকেটে ৩৪ রান সংগ্রহ করেছে। ইনিংস সর্বোচ্চ ৪৭ রান করেছেন বিউ ওয়েবস্টার। মেলবোর্ন স্টারসের হারিস রউফ ২ ওভারে ২৭ রানে ২ উইকেট নিয়েছেন। জয়ের লক্ষ্যে নেমে মেলবোর্ন স্টারস ৭ ওভারে ৪ উইকেটে ৮১ রান করার পর বৃষ্টির কারণে ম্যাচ বন্ধ হয়ে ডিএলএস মেথডে হোবার্টকে ৩ রানে জয়ী ঘোষণা করা হয়।
নিয়মিত অধিনায়ক নাথান এলিসের চোটের কারণে নকআউটে হোবার্টকে নেতৃত্ব দিয়েছেন বেন ম্যাকডারমট। স্পিন বোলিং লাইনে রিশাদের সঙ্গে ছিলেন আরেক লেগস্পিনার নিখিল চৌধুরী। এবারের বিগ ব্যাশে রিশাদ ১১ ম্যাচে ৭.৭৭ ইকোনমিতে ১৩ উইকেট নিয়েছেন। হোবার্ট হারিকেনস পরবর্তী চ্যালেঞ্জে সিডনি সিক্সার্সের সঙ্গে খেলবে ২৫ জানুয়ারি পার্থে অনুষ্ঠিত ফাইনালে।
সিএ/এসএ


