সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের দুর্দান্ত খেলায় শ্রীলঙ্কাকে ৬-৩ গোলে হারিয়েছে নারী দল। প্রথম তিন ম্যাচে দুটি জয় নিয়ে আত্মবিশ্বাস নিয়ে নেমে শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে শুরুতে দুই গোলে পিছিয়ে পড়েছিল বাংলাদেশ। তবে পরবর্তী সময় দুর্দান্ত প্রত্যাবর্তন ঘটিয়ে ম্যাচে উল্লাসের গল্প তৈরি করেছেন তারা।
বাংলাদেশের জয়ের মূল নায়ক সাবিনা খাতুন। নিজের দুটি গোলের পাশাপাশি বাকি সব গোলেই সরাসরি সহায়তা করেছেন তিনি। তার জোড়া গোলে এবং খেলার বিভিন্ন মুহূর্তে প্রদত্ত অ্যাসিস্টে দলের জয় নিশ্চিত হয়। ম্যাচের প্রথমার্ধে ১৩ মিনিটে শ্রীলঙ্কা এগিয়ে গেলেও ১৮ মিনিটে সাবিনার প্রথম গোলে ব্যবধান কমায় বাংলাদেশ। প্রথমার্ধের শেষ মিনিটে কৃষ্ণার সহায়তায় নিজের দ্বিতীয় গোল করেন সাবিনা এবং বিরতিতে সমতা ফেরে।
বিরতি থেকে ফেরার ৯ মিনিটের মাথায় সাবিনার কর্নার থেকে মাতসুশিমা সুমাইয়া প্রথমবারের মতো বাংলাদেশকে এগিয়ে নেন। ৩৬ মিনিটে সাবিনার পাস থেকে ব্যবধান বাড়ান কৃষ্ণা, ২ মিনিট পর সাবিনার ক্রস থেকে ফেরতি বলের মাধ্যমে মাসুরা পারভীন গোল করে স্কোরলাইন আরও এগিয়ে নেন। ম্যাচের শেষ মিনিটে নিজের দ্বিতীয় এবং দলের ষষ্ঠ গোল করেন কৃষ্ণা, এ গোলেও সরাসরি অবদান রাখেন সাবিনা।
বাংলাদেশের খেলোয়াড়রা অসাধারণ সমন্বয় ও একত্রিত কৌশলের মাধ্যমে শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করেছে। বিশেষত সাবিনার ক্রীড়াবিদ্যায় নেতৃত্ব ও অবদান দলে উল্লাস ছড়িয়ে দিয়েছে।
সিএ/এসএ


