কাটার মাস্টার মোস্তাফিজুর রহমানকে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) স্বাগত জানিয়েছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত ৮টা ৪০ মিনিটে পিএসএলের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ ঘোষণা আসে।
পোস্টে লেখা হয়, ‘ব্যাটাররা সাবধান… এবার নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে ফিজ। পিএসএলের ১১তম আসরে যোগ দিচ্ছেন মোস্তাফিজ।’
এর আগে ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নির্দেশনা অনুযায়ী আইপিএলের আসন্ন মৌসুমে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) তাদের স্কোয়াড থেকে মোস্তাফিজুর রহমানকে ছেড়ে দেয়।
এদিকে নিরাপত্তা শঙ্কার কারণে ভারতে অনুষ্ঠিত হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপে দল পাঠানো সম্ভব নয় বলে সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিষয়টি জানিয়ে আইসিসিকে ভেন্যু পরিবর্তনের অনুরোধ করে ই-মেইল পাঠানো হলেও এখনো কোনো জবাব পায়নি বিসিবি।
পিএসএলে মোস্তাফিজের অংশগ্রহণ বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের জন্য নতুন করে উত্তেজনা যোগাল।
সিএ/এসএ


